Skip to content

৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আর্চারির বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

সুইজারল্যান্ডে লুজানে অনুষ্ঠিত আর্চারি বিশ্বকাপ স্টেজ টু এর ফাইনালে উঠেছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র ইভেন্টে বাংলাদেশকে ফাইনালে নিয়ে গিয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। আগামী রবিবার ফাইনালে স্বর্ণপদকের লড়াইয়ে নেদারল্যান্ডসের  মুখোমুখি হবে বাংলাদেশ। 

 

আর্চারির বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

 

বাংলাদেশকে ফাইনালে উঠতে বেশ লম্বা পথ পারি দিতে হয়েছে। প্রথম রাউন্ডে ইরানকে ৫-৩ সেট পয়েন্টে হারায়। দ্বিতীয় রাউন্ডে জার্মানিকে ৫-১ সেট পয়েন্টে হারায়। কোয়ার্টার ফাইনালে ৫-৪ সেট পয়েন্টে জিতেছে স্পেনের বিপক্ষে। আর সেমিফাইনালে কানাডাকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে পৌঁছে যায় ফাইনালে। 

 

আর্চারির বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

 

আর্চারি বিশ্বকাপে এর আগেও সাফল্য পেয়েছে বাংলাদেশ । ২০১৯ সালে রোমান সানা ব্রোঞ্জ জিতেছিলেন। সেই সুবাদে সরাসরি জায়গা করে নেয় টোকিও অলিম্পিকে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ