Skip to content

১৪ই জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তি পেল ‘দ্য ফ্যামিলি ম্যান ২ ‘ এর ট্রেলার

চলচ্চিত্রে আগ্রহ মানুষের বরাবরই শীর্ষে। আর ভালো ভালো সিনেমার পাশাপাশি এখন ওয়েভ সিরিজের জনপ্রিয়তা বেশ বাড়ছে। নির্মিতও হচ্ছে ভালো মানের ওয়েভ সিরিজ। ২০১৯ এর দিকে ' দ্য ফ্যামিলি ম্যান' দর্শকদের বেশ চর্চায় ছিল। তারপর থেকে সিরিজ দ্বিতীয় পর্বের জন্য নেটিজেনদের অপেক্ষার যেন শেষই হয়না। এবার মুক্তি পেল 'দ্য ফ্যামিলি ম্যান ২ ' এর ট্রেলার। 

 

মনোজ বাজপায়ী অভিনীত ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশ পেতেই উচ্ছ্বাস শুরু সোশ্যাল মিডিয়ায়।  গত বুধবার সিরিজটির ট্রেলার আমাজন প্রাইমে মুক্তি পেলে মাত্র একদিনের মধ্যেই পাঁচ লাখেরও বেশি মানুষ এটি দেখে। নেটিজেনদের এই উৎসাহ ওয়েব সিরিজে তাদের আগ্রহের মাত্রা প্রকাশ করে। 

 

সিরিজে মনোজ বাজপায়ীর সাথে থাকছেন দক্ষিণী সুপারস্টার সামান্থা আক্কিনেনি। আগের সিজনের মতো এবারও মনোজের স্ত্রীর ভূমিকায় থাকছেন দক্ষিণী তারকা প্রিয়মণি। এছাড়াও অভিনেতা শরদ কেলকর, শরিব হাশমি, গুল পনাগকেও দেখা যাবে । 

 

গত ফেব্রুয়ারি মাসে প্রথম স্ট্রিম হওয়ার কথা থাকলেও করোনার আবহে তা হয়ে উঠেনি। ২০২০ এর আগেই সিরিজের বেশির ভাগ শুটিংয়ের কাজ শেষ  হয়ে যায়।  অবশেষে সব বাধা বিপত্তি পেরিয়ে আগামী ৪ জুন থেকে সিরিজটি  আমাজন প্রাইমে দেখা যাবে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ