নোভার শখের বিজনেস
নিতান্তই শখ করে ব্যবসা শুরু করেছেন তরুণ উদ্যোক্তা শর্মি ইসলাম নোভা। একসময় নিজে অনলাইনে বিভিন্ন পেইজ ঘাটাঘাটি করা হলেও এখন লক্ষ লক্ষ মানুষ নোভা'স ফ্যাশনের পেইজে তার লাইভ দেখার জন্য আগ্রহে থাকেন।
ছোটবেলা থেকেই ঢাকার উত্তরায় বড় হয়েছেন নোভা। উচ্চমাধ্যমিক পড়াশোনা শেষ করেই নতুন জীবন শুরু করেন। নিজেকে ব্যস্ত রাখার জন্য কিংবা শখ করেই ব্যবসায় আসা।
নোভা'স ফ্যাশনের যাত্রা শুরু হয় ২০১৮ সালের অক্টোবর মাসে। অনলাইনে প্রথম লাইভেই ১৩টি লং শার্ট বিক্রি করে দারুণভাবে শুরু করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় নি। কুর্তি,টপস থেকে শুরু করে বাহারী ডিজাইনের সেলোয়ার কামিজ ও রয়েছে নোভা'স ফ্যাশনে। শুরুর দিকটায় ব্যবসা করতে গিয়ে আত্মীয়-স্বজনের দিক থেকে তেমন আশানুরূপ সহযোগিতা না পেলেও স্বামীর সহযোগিতা এবং বড় বোনের অনুপ্রেরণায় ধাপে ধাপে নিজেকে এগিয়ে নিয়েছেন সবসময়।
নিজের ইচ্ছাশক্তি এবং অক্লান্ত পরিশ্রম তার আজকের এই অবস্থান তৈরীতে ভূমিকা রেখেছে বলে মনে করেন নোভা। নোভা'স ফ্যাশনের ডেলিভারী সার্ভিস দিচ্ছে প্রভাতী কুরিয়ার লিমিটেড। অনলাইন ব্যবসায় ডেলিভারী নিয়ে নানা সমস্যায় থাকলেও নোভা'স ফ্যাশনের ডেলিভারী একদম ঝামেলাহীন এবং স্বাচ্ছন্দ্যে পৌঁছে যাচ্ছে ক্রেতার কাছে। বিভিন্ন জায়গায় ঘুরতে ও ছবি তুলতে পছন্দ করেন তিনি। করোনা মহামারীর জন্য কোনো আউটলেট করা না হলেও অনলাইনে পুরোদমে কাজ করছেন এখন। আগামী ৫ বছর পর নোভা'স ফ্যাশনকে সারা পৃথিবীতে দেখতে চান নোভা। তিনি বিশ্বাস করেন, বড় হওয়ার তীব্র আকাঙ্ক্ষা এবং পরিশ্রমের মধ্য দিয়েই একদিন তার শখ এবং স্বপ্ন পূর্ণতা পাবে।