Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝড় থামতেই নাচের ঝড় তুললেন দীপিকা 

'বলেছিলাম না, ঝড় থামা পর্যন্ত অপেক্ষা করাটাই জীবন নয়। বৃষ্টিতে নাচ শেখাটাই জীবন’। এমন ক্যাপশন দিয়ে অভিনেত্রী দীপিকা সিংহ মুম্বাইয়ে ঘটে যাওয়া টাউট ঝড়ের পর ঝড়ে ভেঙে যাওয়া গাছপালা ধরে নাচের ভিডিও আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তাতে আরেক ঝড় উঠে ভিডিও এর মন্তব্যে। 

 

ঝড় থামতেই নাচের ঝড় তুললেন দীপিকা 

 

আরো বেশ কয়েকটু ছবিও পোস্ট করে দীপিকা। ছবির ক্যাপশনে লিখেছেন ‘ঝড়কে তুমি শান্ত করতে পারবে না। তাই চেষ্টা করে লাভ নেই। নিজেকে শান্ত করতে পারবে। প্রকৃতিকে আঁকড়ে ধরো, কারণ ঝড় ঠিক থেমে যাবে’।  ছবিগুলোর কোনোটি ভেঙে যাওয়া ডালে বসে, কোনোটি ডাল ধরে ঝুলে থাকা। 

 

ঝড় থামতেই নাচের ঝড় তুললেন দীপিকা 

 

দর্শকরা দীপিকার এ ধরণের নাচ বা আনন্দ করা ছবিকে সাদরে গ্রহণ করতে পারেননি৷ কেননা ঝড়ে মুম্বাইয়ের অনেক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষের মাথার ছাদ উড়ে গেছে। রাস্তায় রাস্তায় গাছ, বৈদ্যুতিক তার পড়ে আছে। আর সেই ভাঙা ধ্বংসাবশেষ নিয়ে দীপিকার এমন নাচের তাল কিছুটা দৃষ্টিকটু লেগেছে দর্শকদের। তার বহিঃপ্রকাশ ঘটেছে দীপিকা আপলোড করা ছবি ভিডিও এর কমেন্ট বক্সে। নানারকম আক্রমণান্তক মন্তব্য করেছেন সেখানে মানুষ।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ