মিস ইউনিভার্স ২০২১, মেক্সিকান সুন্দরী আন্দ্রে মেজা
মিস ইউনিভার্স-২০২১-এর সেরার মুকুট জিতেছেন মেক্সিকান সুন্দরী আন্দ্রে মেজা। রোববার রাতে ফ্লোরিডার হলিউডে হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে বসে মিস ইউনিভার্স-২০২১-এর ফাইনালের আসর।
পুরো বিশ্বের ৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জিতেছেন ২৬ বছর বয়সী এই মেক্সিকান সুন্দরী। এছাড়াও মিস ইউনিভার্সের ৬৯তম এই আসরে দ্বিতীয় হয়েছেন মিস ব্রাজিল জুলিয়া গামা এবং তৃতীয় হয়েছেন মিস পেরু জ্যানিক মাসেতা দেল কাসিলো।
মিস ইউনিভার্স আন্দ্রে মেজার পুরো নাম আলমা আন্দ্রে মেজা কারমোনা। তার জন্ম মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে। চিহুয়াহুয়া বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করেন তিনি। পড়াশোনা চলাকালীন সময়েই মডেলিং করতে শুরু করেন আন্দ্রে।
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা গুলোয় বেশ চেনা মুখ আন্দ্রে মেজা। আন্দ্রে ২০১৬ সালে মিস ওয়ার্ল্ড মেক্সিকোর প্রতিযোগী নির্বাচিত হন এবং সে বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শেষ পাঁচেও ছিলেন তিনি।
এরপরের বছর ২০১৭ সালে তিনি মিস ওয়ার্ল্ড মেক্সিকো হন। এরপর সে বছর অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেক্সিকোর প্রতিনিধিত্ব করেন তিনি। সেরার মুকুট মাথায় না উঠলেও সেবছর অ্যান্ড্রিয়া হন দ্বিতীয়। এবং সর্বশেষ চলতি বছর মিস ইউনিভার্সের সেরার মুকুট জিতলেন এই তরুণী।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গত বছর মিস ইউনিভার্সের আয়োজন করা হয়নি। তবে চলতি বছর সেই রেশ কাটিয়ে উঠে বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই বসে এবারের আসর।