প্রধানমন্ত্রী হতে চাই না: সোনু সুদ
ভারতে করোনার বিরূপ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে বেশ আলোচিত বলিউড অভিনেতা সোনু সুদ। তিনি মানুষের পাশে দাঁড়াতে নিজের ১০ কোটি টাকার সম্পদ বন্ধক রেখেছেন। তিনি করোনা আক্রান্তদের অক্সিজেন সরবারহ করছেন। এর আগে গত বছর লকডাউনের সময় শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছিলেন তিনি।
ক্রান্তিকালে এভাবে মানুষের পাশে দাঁড়ানোয় বেশ প্রশংসিত এই বলিউড তারকা। তার প্রশংসা করতে গিয়ে নৃত্যশিল্পী ও টেলিভিশন উপস্থাপক রাখি সাওয়ান্ত সোনু সোদকে প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের অনুরোধ করেছেন তিনি।
তবে, রাখির এমন প্রস্তাবে সোনু সোদ গণমাধ্যমকে জানান, সাধারণ মানুষ হিসেবেই ভালো আছি। ‘প্রধানমন্ত্রী হতে চাই না। ওটা আমার কাজ নয়। আমাদের ভাইয়েরা তো নির্বাচনে দাঁড়াচ্ছেই।’
এছাড়াও তিনি টুইট করে জানান, ১০০ কোটির সিনেমায় কাজ করার চেয়ে করোনা রোগীদের সেবা করায় বেশি তৃপ্ত। এই ধরনের কাজে জড়িয়ে থাকা লক্ষ গুণ বেশি আনন্দের।