Skip to content

২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদ দেখা গেছে, কাল ঈদ!

বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল দেশজুড়ে পালিত মুসলমান ধর্মের সবচেয়ে বড় উৎসব  পবিত্র ঈদুল ফিতর। 

 

গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় জানানো হয়, বুধবার বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর।

এ দিন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ধর্ম সচিব মো. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানসহ দেশের বিশিষ্ট আলেমগন।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ