Skip to content

২রা এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

করোনা সচেতনতা সৃষ্টিতে নাচলেন নারী পুলিশকর্মীরা

 

চলমান এই করোনা মহামারী রুখতে একযোগে কাজ করছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। চিকিৎসকরা যখন জীবন বাজি রেখে সেবা দিয়ে যাচ্ছেন করোনা আক্রান্ত রোগীদের ঠিক তখন করোনা সংক্রমণ রোধে সারাদিন কাজ করে যাচ্ছে প্রশাসন। 

 

মানুষকে সচেতন করতে কত কিছুই না করছে পুলিশ। এমনকি রাস্তায় হেঁটে হেঁটে গান গেয়েও মানুষকে সচেতন করার চেষ্টা তাদের। এবার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে  রেল স্টেশনে জনপ্রিয় গানের তালে নাচতে দেখা গেলো একদল নারী পুলিশ সদস্যকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার হয় এ ঘটনার ভিডিও। গত ৯ মে তামিল নাড়ুর পিআইবির ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার দেওয়া হয়। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে।  নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই নারী পুলিশকর্মীরা৷ 

হিন্দুস্তান টাইমসের সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে ভারতের এমজিআর চেন্নাই কেন্দ্রীয় রেল স্টেশনে। সেখানে চেন্নাই রেলওয়ে পুলিশের নারী সদস্যরা স্থানীয় জনপ্রিয় ইনজাই ইনজামি গানের তালে নাচেন। তাদের এই নাচের ভিডিও বর্তমানে বেশ প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা৷

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ