Skip to content

২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা মোকাবিলায় বড় অঙ্কের অনুদান সানরাইজার্স হায়দ্রাবাদের

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল পুরো ভারত। দিন দিন করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি  পাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিতে পারছে না হাসপাতালগুলো। এমন অবস্থায় মাঝপথে বন্ধ করতে হয়েছে এবারের আইপিএল আসর। দেশের এমন কঠিন সময়ে ধীরে ধীর করোনায় আক্রান্তদের সহায়তায় এগিয়ে আসছে নানা শ্রেণি-পেশার মানুষ। এবার আর্থিক সাহায্য নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দল সানরাইজার্স হায়দ্রাবাদ।

 

সোমবার ৩০ কোটি রুপি ভারতের করোনা ফান্ডে অনুদান দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি এবং সান টিভির মালিক। 

 

সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্র্যাঞ্জাইজির মালিক তাদের অফিসিয়াল টুইটার পেজে আর্থিক সাহায্যের বিষয়টি নিশ্চিত করেছে। তার এক বিবৃতিতে  জানায়, সান টিভি নেটওয়ার্ক করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত সবার জন্য রিলিফ ফান্ডে ৩০ কোটি রুপি প্রদান করছে।

 

এর আগে আইপিএল এর আরো দুই ফ্র্যাঞ্জাইজি করোনায় আক্রান্তদের সহায়তায় এগিয়ে আসে। তাদের মধ্যে রাজস্থান রয়্যালস সাড়ে সাত কোটি রুপি অনুদান দেওয়ার কথা ঘোষণা দেয়। আর দিল্লি ক্যাপিটালস  চিকিৎসা সামগ্রী এবং অক্সিজেন ঘাটতি কমাতে দেড় কোটি রুপি অনুদান দেয়।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ