গুলিস্থানে পথশিশুদের ইফতার বিতরণ আবুল বাশার ফাউন্ডেশন
ঢাকার গুলিস্থানের মহানগর নাট্যমঞ্চ পার্কের ৪০ টি পরিবারের দেড় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে আবুল বাশার ফাউন্ডেশন।
তাদের এই উদ্যোগে আজকের এই ইফতারে অংশ নেন আবুল বাশার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আরিফুজ্জামান, রিয়েল ক্যাপিটা গ্রুপের চেয়ারম্যান মনজুর আহমেদ সোহান, গুলিস্থান পথের ইশকুলের প্রধান সাকির মাটি ও তাদের শিক্ষকবৃন্দ।
ইফতার পেয়ে পথের ইশকুলের নিয়মিত শিক্ষার্থীদের একজন বলেন, "মোরা যারা এই ইশকুলে আহি পড়তে, হেগো এমন স্যারেরা আইয়া খাওন দিলে মা খুশী অয়। ইশকুলে আইতে দেয়"। আবুল বাশার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আরিফুজ্জামান বলেন," আমরা এবারের রমজানে মানিকগন্জ, কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের অসংখ্য এলাকার মানুষের পাশে ছিলাম। যেহেতু করোনা ভয়াবহ পরিস্থিতিতে, এখন সবাই সবার পাশে থাকাটা জরুরী।"