Skip to content

ভারতে হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ

করোনা মহামারিতে বিপর্যস্ত ভারত। করোনার প্রকোপের কারণে ইতিমধ্যে আইপিএল এর ১৪ তম আসর স্থগিত করা হয়েছে। ভারতে আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের নতুন আসর । তবে, করোনার কারণে ভারতের পরিবর্তে আসরটি বসতে পারে আরব আমিরাতে। যদিও আয়োজক থাকবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল  বোর্ড (বিসিসিআই)। 

 

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, চলতি আইপিএলে ক্রিকেটারদের বায়ো-বাবল বিপর্যয় ঘটার পর বিশ্বকাপ আয়োজনের সাহস পাচ্ছে না বিসিসিআই। এছাড়াও ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আছে অক্টোবর-নভেম্বরে। ফলে অংশগ্রহণকারী দেশগুলো স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সে সময় আসতে চাইবে  কিনা তাও অনিশ্চিত।

 

তাই ভেন্যু পরিবর্তন করে আরব আমিরাতে স্থানান্তরিত হতে পারে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ। ভেন্যু পরিবর্তন হলেও স্বাগতিক দেশে হিসেবে সকল সুযোগ সুবিধা পাবে টিম ইন্ডিয়া। তবে, এখনও কোনকিছু চূড়ান্ত নয়। আইসিসি আর বিসিসিআই'য়ের বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত হবে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ