Skip to content

২৯শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৩ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এবারের অস্কারে সেরা অভিনেত্রী ৬৩ বছরের ম্যাকডরম্যান্ড

অস্কারের ৯৩ তম আসরের পর্দা উঠলো গত ২৫ এপ্রিল। করোনার কারণে  প্রায় দুইমাস পরে বসলো এবারের আসর। তবে বরাবরের তুলনায় এবারের বিজয়ীদের তালিকা ছিল বেশ বৈচিত্র্যময়। আর এই তালিকাটি বৈচিত্র্যময় করার পেছনের অন্যতম একজন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড। যিনি ৬৩ বছর বয়সে জিতেছেন অস্কারের সেরা অভিনেত্রীর খেতাব। 

 

এবারের অস্কারে সেরা অভিনেত্রী ৬৩ বছরের ম্যাকডরম্যান্ড

 

এবারের অস্কারে জয়জয়কার ছিল 'নোম্যডল্যান্ড ' নামক ছবিটির। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রীর মতো গুরত্বপূর্ন পুরষ্কারগুলোই তাদের দখলে। ৬৩ বছর বয়সী ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড নোম্যাডল্যান্ড ছবিতে তার দুর্দান্ত অভিনয়ের জন্য জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর খেতাব। তার সঙ্গে মনোনয়নপ্রাপ্ত  সকলের থেকে ফ্রান্সিস ছিলেন বয়সে সবার বড়। 

 

এবারের অস্কারে সেরা অভিনেত্রী ৬৩ বছরের ম্যাকডরম্যান্ড

এটি ম্যাকডরম্যান্ডের তৃতীয় অস্কার। এর আগে ২০১৮ সালে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন তিনি। এছাড়াও ‘ফারগো’ ছবির জন্য অস্কার জিতেছিলেন অভিনেত্রী।

 

এবারের অস্কারে সেরা অভিনেত্রী ৬৩ বছরের ম্যাকডরম্যান্ড

নোম্যাডল্যান্ড’ সিনেমায় ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড অভিনয় করেছেন ষাটোর্ধ্ব বিধবা নারী ‘ফার্ন’র চরিত্রে। হঠাৎ করেই জিপসাম খনিতে কাজ হারায় ফার্ন। এরপর ক্যারাভান নিয়ে বেরিয়ে পড়ে উদ্দেশ্যহীনভাবে। তার যাত্রায় দেখানো হয় উত্তর আমেরিকার সিয়েরা নেভাডার মরুভূমি অঞ্চলগুলোর রুক্ষতা আর জীবনসংগ্রামের টুকরো টুকরো গল্প।

 

এবারের অস্কারে সেরা অভিনেত্রী ৬৩ বছরের ম্যাকডরম্যান্ড

এই অভিনেত্রীর পুরো নাম ফ্রান্সেস লুইস ম্যাকডোরম্যান্ড।  তিনি জনপ্রিয়  একজন মার্কিন অভিনেত্রী। তিনি ১৯৫৭ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। ম্যাকডোরম্যান্ড বেটানি কলেজ ও ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। ১৯৮৪ সালে অ্যাওয়েক অ্যান্ড সিং! নাটক দিয়ে ম্যাকডোরম্যান্ডের ব্রডওয়ে থিয়েটারে অভিনয় জগতে যাত্রা শুরু হয়। 

 

এবারের অস্কারে সেরা অভিনেত্রী ৬৩ বছরের ম্যাকডরম্যান্ড

তার অভিনীত বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র হল,  ব্লাড সিম্পল,  রাইজিং আরিজোনা , ফার্গো,  দ্য ম্যান হু ওয়াজন্ট দেয়ার,  বার্ন আফটার রিডিং  ইত্যাদি।   ফার্গো ছবিতে মার্জ গান্ডারসন চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন। 

 

এবারের অস্কারে সেরা অভিনেত্রী ৬৩ বছরের ম্যাকডরম্যান্ড

এছাড়াও তিনি মিসিসিপি বার্নিং, অলমোস্ট ফেমাস , এবং নর্থ কান্ট্রি  চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৭ সালে তিনি থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং , মিসৌরি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তার দ্বিতীয় অস্কার পুরস্কার লাভ করেন এবং গোল্ডেন গ্লোব পুরস্কার ও বাফটা পুরস্কার লাভ করেন। এবং সম্প্রতি গত ২৫ এপ্রিল নোম্যাডল্যান্ড সিনেমার জন্য তৃতীয়বারের মতো অস্কার লাভ করেন জনপ্রিয় এই অভিনেত্রী।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ