গর্ভাবস্থায় করোনার টিকা কতটা নিরাপদ?
করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে, তাতে আতঙ্কও বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে করোনার টিকা নেওয়ার উওর জোর দেওয়া হচ্ছে৷ কিন্তু উৎকণ্ঠা থেকে যায়, করোনার টিকা নেওয়া গর্ভবতী নারীদের জন্য কতটা নিরাপদ?
এ বিষয়ে সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন' (সিডিসি) জানায়, করোনার প্রতিষেধক নিয়ে গর্ভবতী নারীদের কোন ভয় নেই।
সিডিসির মতামত, নানারকম পরীক্ষার মাধ্যমে আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি। এখন পর্যন্ত ৩৬ হাজার অন্তঃসত্ত্বা নারীর উপর টিকা প্রয়োগ করা হয়েছে। যাদের মা কিংবা সন্তান কারোরই কোনোরকম সমস্যা দেখা দেয়নি।
এমনকি টিকায় নেওয়ায় গর্ভপাতের হারেও কোন পরিবর্তন হয়নি। গর্ভাবস্থার যেসব জটিলতা দেখা দেয়, সেগুলোতে কোন পরিবর্তন হয়নি বরং জ্বর, সর্দির মত সমস্যা কিছুটা কমেছে।
নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনস'-এর এক প্রতিবেদনে গত ১৪ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েক হাজার অন্তঃসত্ত্বা নারীকে কোভিড টিকা দেওয়ার ফলে কোন রকম জটিল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে দেখানো হয়েছে।
তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শ নিয়ে গর্ভবতী নারীরা টিকা নিতে পারেন।