৯৩ তম অস্কারের সেরা পরিচালক ক্লোয়ি ঝাও
পুরো এশিয়াবাসীর গর্ব এখন চীনা নারী নির্মাতা ক্লোয়ি ঝাও। বেশ কিছুদিন আগে এশিয়ার প্রথম নারী ও অশ্বেতাঙ্গ নারী হিসেবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৮ তম আসরে সেরা পরিচালকের খেতাব লাভ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই চীনা নারী নির্মাতা । এবারে তার ঝুলিতে যুক্ত হল ৯৩ তম অস্কারের সেরা পরিচালকের সম্মাননা।
প্রথম এশীয়ান এবং দ্বিতীয় নারী হিসেবে সেরা পরিচালকের খেতাব জিতে ইতিহাস গড়লেন চীনের ক্লোয়ি ঝাও। এর আগে কেবলমাত্র একজন নারী নির্মাতাই স্পর্শ করেছেন অস্কার। ২০০৯ সালে ‘দ্য হার্ট লকার’ ছবিটি পরিচালনা করে প্রথম নারী পরিচালক হিসেবে অস্কার পেয়েছিলেন ক্যাথরিন বিগলো।
‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য এবছর সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ক্লোয়ি ঝাও৷ এই বিভাগে তার পাশাপাশি আরও মনোনয়ন পেয়েছিলেন এমেরাল্ড ফেনেল (প্রমিজিং ইয়াং ওমেন), ডেভিড ফ্লিনচার (ম্যাঙ্ক), থমাস ভিনটেরবার্গ (অ্যানাদার রাউন্ড) ও লি ইসাক চাং (মিনারি)।
শুধু অস্কারই নয় ‘নোম্যাডল্যান্ড’ ছবির সুবাদে গোল্ডেন গ্লোবস, বাফটা, ক্রিটিকস চয়েস ও ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক হন ক্লোয়ি ঝাও। এছাড়া ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডস থেকে সেরা পরিচালকের স্বীকৃতিও পেয়েছেন তিনি।
ক্লোয়ি ঝাও ১৯৮২ সালের ৩১ শে মার্চ চীনের বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা ঝাও ইউজি যিনি চীনের শিল্পায়নের রাস্তার দুর্দান্ত সাফল্যের দিকে নিয়ে গিয়েছিলেন। দেশের বৃহত্তম ইস্পাত সংস্থা শৌগাং গ্রুপের শীর্ষ কার্যনির্বাহী পদে নিযুক্ত ছিলেন৷ তার মা ছিলেন একজন হাসপাতালের কর্মী।
ছোটবেলা থেকেই ঝাও পশ্চিমা পপ সংস্কৃতির প্রতি আকৃষ্ট ছিলেন। যখন তিনি ১৫ বছর বয়সী ছিলেন তখন তার বাবা-মা তাকে যুক্তরাজ্যের একটি বেসরকারি বোর্ডিং ব্রাইটন কলেজে পাঠিয়েছিলেন। ব্রাইটনে অংশ নেওয়ার পরে, তিনি লস অ্যাঞ্জেলেসে চলে যান উচ্চ মাধ্যমিক সম্পন্ন করতে।
এরপর তার বাবা-মা আলাদা হয়ে যায় এবং তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করেন চীনের জনপ্রিয় কমেডিয়ান অভিনেত্রী সং দানদনের সাথে, যাকে ঝাও ছোটবেলা থেকে টেলিভিশনের পর্দায় দেখে বড় হয়েছেন। ম্যাসাচুসেটস-এর মাউন্ট হলিওক কলেজে, ঝাও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ফিল্ম প্রোডাকশন নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
ক্লোয়ি ঝাও মূলত ২০০৮ সাল থেকে সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন। এ যাবৎ এই নারী নির্মাতা মাত্র তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। কিন্তু প্রত্যেকটি সিনেমায় বেশ সফলতার পরিচয় দিয়েছেন তিনি।
২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র 'মাই ব্রাদার্স টট মি' নির্মাণ করেন। এই ছবিতে এক ভাই ও তার ছোটো বোনের মধ্যকার সম্পর্ক তুলে ধরা হয়েছিল৷ সানড্যান্স চলচ্চিত্র উৎসবে তার এই প্রথম ছবি ‘মাই ব্রাদার টট মি’র উদ্বোধনী প্রদর্শনী হয়। এরপর কান উৎসবের প্যারালাল বিভাগ ডিরেক্টরস ফোর্টনাইটে এটি স্থান পায়।
এরপর ২০১৭ সালে তিনি তার দ্বিতীয় সিনেমা 'দ্যা রাইডার' নির্মাণ করেন। ছবিটির নির্বাহী প্রযোজক ছিলেন তাঁর বাবা ইউজি ঝাও। যেখানে একজন রাইডারের মারাত্মক দুর্ঘটনার পরে রাইডিং ক্যারিয়ারের যাত্রা শেষ করে আত্ম-আবিষ্কারের যাত্রা অনুসরণ করতে দেখা যায়। ' দ্য রাইডার’ ২০১৭ সালে ডিরেক্টরস ফোর্টনাইটে নির্বাচিত হয়ে আর্ট সিনেমা অ্যাওয়ার্ড জেতে।
২০১৮ সালে, ঝাও তার তৃতীয় চলচ্চিত্র 'নোম্যাডল্যান্ড' পরিচালনা করেন। এর গল্প ষাটোর্ধ্ব বিধবা ফার্নকে ঘিরে। ২০০৮ সালে আমেরিকায় অর্থনৈতিক মন্দার সময় ভবঘুরে জীবন কাটান তিনি। নিজের ভ্যানকে ভ্রাম্যমাণ বাড়িতে রূপ দিয়ে ঘুরে বেড়ান। চলতে চলতে মৌসুমি চাকরি জুটিয়ে নেন। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড থেকে শুরু করে অস্কারও ঘরে তুলেন এই নারী নির্মাতা। বস্তুত তার জীবনের বেশ বড় কিছু সফলতা এনে দেয় 'নোম্যাডল্যান্ড ' ছবিটি।
৩৯ বছর বয়সী ক্লোয়ি জাওয়ের এই অর্জনে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। তার এই বিজয়কে সর্বত্র নারীদের জয় মনে করছেন সকলে। তাকে এশিয়ার গর্ব বলে আখ্যায়িত করছেন নেটিজেনরা।