Skip to content

৯ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

“নারীর অগ্রযাত্রায় সরকার সবসময় পাশে থাকবে” – শিক্ষামন্ত্রী

আজ শনিবার সকালে দেশের নারী উদ্যোক্তাদের সর্ববৃহৎ সংগঠন উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর আয়োজনে হয়ে গেলো উদ্যোক্তা বিষয়ক মাস্টারক্লাস।

 

এবারের মাস্টারক্লাসে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি। এবারের মাস্টারক্লাসের আলোচনার বিষয় ছিলো "Business Sustainability : From Plateau to Peak"৷ আর আর গ্রুপের সহযোগীতায় এবারের মাস্টারক্লাসের মূলবক্তব্য দেন সিএসই-ইন্ডিয়ার পোগ্রাম ম্যানেজার অভয় কেআর সিং। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন," আমরা উই এর এই মাস্টারক্লাসের মাধ্যমে উদ্যোক্তা প্রশিক্ষনকে সাধুবাদ জানাই। উই এর মাস্টারক্লাসের আয়োজনকে সরকারীভাবে স্বীকৃতির বিষয়ে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়। আমি তথ্যপ্রযুক্তি বিভাগকেও অনেক ধন্যবাদ জানাই এত দারুণভাবে নারীদের পাশে থাকায়।"

 

সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি বলেন, "সরকার একহাজার নারী উদ্যোক্তাকে গ্রান্টসহ বেশ কিছু চিন্তা করছে। আমাদের উদ্যোক্তাবান্ধব প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাবো।" এসময় প্রতিমন্ত্রী একবারে শিশুস্তরের বই থেকে উই এর কার্যক্রমের গল্প পাঠ্যপুস্তকে আনবার অনুরোধ করেন।" আয়োজনে উই এর গ্লোবাল এডভাইজর, সিল্কক গ্লোবাল এর সিইও সৌম্য বসু, উই এর উপদেষ্টা জাহানুর কবির সাকিব, উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

 

এবারের মাস্টারক্লাসে প্রায় চার শতাধিক উদ্যোক্তা অংশ নিয়েছেন। উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, "আমাদের আগামী ২য় সিজনের মাস্টারক্লাস হবে এডভান্স লেভেলের। আমরা ভীষণ খুশী যে সরকার আমাদের উদ্যোক্তাদের পাশে দৃঢ়ভাবে রয়েছে।"

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ