করোনায় আক্রান্ত পাঁচ নারী ফুটবলার
আবারো দেশব্যাপী মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস এবার হানা দিয়েছে মেয়েদের ফুটবল অঙ্গনে। করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পাঁচ ফুটবলার। তারা হলেন- আনাই মোগিনী, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমা, মণিকা চাকমা ও নিলুফা ইয়াসমিন নীলা। আপাতত তারা সবাই বাফুফে ভবনে আইসোলেশনে আছেন।
তাদের শরীরে হালকা করোনার উপসর্গ আছে বলে জানা গেছে। তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। তারা সবাই এখন পর্যন্ত সুস্থ আছেন।
জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন ‘ওরা সবাই আগের চেয়ে ভালো আছে। সবাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছে। আমরা সবাই তাদের দেখভাল করছি। শিগগিরই ওদের আবারও পরীক্ষা করা হবে।’
করোনায় আক্রান্ত সবাই মেয়েদের লিগে খেলছিল। তবে, লকডাউনের কারণে ৫ এপ্রিল বন্ধ হয়ে যায় লিগ। তখন সবাই ক্যাম্প ছেড়ে গিয়ে ওঠে বাফুফে ভবনে। রুটিন মাফিক গত ১২ এপ্রিল করোনা পরীক্ষা করা হলে তারা কোভিড পজিটিভ হয়।