সকালে মা হয়ে বিকেলেই কোভিডে প্রাণ হারালেন সাংবাদিক রিফাত
রিফাত সুলতানা বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির সহযোগী প্রযোজক ছিলেন।
প্রায় ১০ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন রিফাত। এসময় তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। স্বামী নাজমুল ইসলামও করোনাভাইরাস আক্রান্ত ছিলেন। গত বুধবার রিফাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ তে ভর্তি করা হয়। চারদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে এক কন্যাসন্তানের জন্ম দেন সাংবাদিক রিফাত ।
সন্তান জন্মের কয়েক ঘণ্টা পর ঐ দিনই অর্থাৎ শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার নবজাতক সন্তানকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইনকিউবেটরে রাখা হয়েছে।