জাতিসংঘের মহাসচিব পদে লড়বেন অরোরা!
বয়স সবে ৩৪৷ কিন্তু স্বপ্ন বা প্রত্যাশা কোনটিই থেমে নেই বয়সের সীমাবদ্ধতায়। তাইতো এবার জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ৩৪ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত যুবতী আকাঙ্ক্ষা অরোরা। আসন্ন নির্বাচনে জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে জাতিসংঘের মহাসচিব পদের নির্বাচন। আগেভাগেই নিজের উপস্থিতির জানান দিলেন তিনি। অরোরা ২০১৬ সালে যোগ দেন জাতিসংঘে। এর দুই বছরের মধ্যে তার মনে হতে থাকে যে উদ্দেশ্যে জাতিসংঘ সৃষ্টি করা হয়েছে, সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে এই সংগঠন।
তার ভাষ্যমতে, 'জাতিসংঘ মানুষকে হতাশ করেছে। যাদের তার সেবা দেয়ার কথা ছিল তারা তা দেয়নি। জাতিসংঘের সবচেয়ে বড় শত্রু হল সেবা দেয়ায় তার নিজস্ব অক্ষমতা। সিদ্ধান্ত গ্রহণ কোন সমস্যা নয়। সমস্যা হল তা বাস্তবায়ন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এর ফলে জাতিসংঘের প্রতি যে প্রত্যাশা, আস্থা, এর সৃষ্টিশীলতা সেসব হারিয়ে যাচ্ছে।'
এরপর ২০১৯ সালের জানুয়ারিতে তিনি সিদ্ধান্ত নেন যে, জাতিসংঘের নেতৃত্বে যাওয়া ছাড়া এটার উন্নত পরিবর্তন সম্ভব নয়। এতো কম বয়সে এ পদে লড়াইয়ের জন্য বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হবে তাকে। তবুও নিজের সিদ্ধান্তে অটল তিনি। এতো কম বয়সেই তিনি পরবর্তী মহাসচিব পদে প্রার্থী হবার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে বিজয়ী হতে পারলে তার হাত ধরে রচনা হবে বেশ কয়েকটি ইতিহাস। সবচেয়ে কম বয়সে জাতিসংঘের মহাসচিব এবং প্রথম কোন নারী মহাসচিব। তাইতো গোটা বিশ্বের মানুষ এখন দেখার অপেক্ষায় এই নারী ইতিহাস তৈরি করে জাতিসংঘের মহাসচিব পদে নিজের জায়গা তৈরি করে নিতে পারেন কিনা।