এক নজরে লকডাউন
করোনার দ্বিতীয় ঝড় জন জীবনে আঘাত হানা শুরু করে দিয়েছে। আক্রান্ত ও মৃত্যু হার ক্রমশ বেড়ে চলেছে। আগামীকাল ৫ এপ্রিল থেকে জারি হয়েছে সারাদেশে লকডাউন। এই লকডাউনে সরকার যে যে খাতে নিষেধাজ্ঞা আরোপ করেছে, অর্থাৎ যে প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকবে আর যেগুলো খোলা থাকবে, চলুন তবে এক নজরে দেখে নিই সে তালিকা:
• জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরের বাইরে বের হওয়া যাবে না।
• সব ধরনের দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
• প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে কাঁচাবাজার।
• হোম-ডেলিভারি সেবা দিতে পারবে রেস্তোরাঁগুলো।
• অভ্যন্তরীণ বিমান, নৌ ও গণ পরিবহন বন্ধ থাকবে।
• জরুরি ওষুধ, সেবা ও পণ্যবাহী যানবাহন লকডাউনের আওতামুক্ত থাকবে।
• সব ধরনের সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা খোলা রাখা যাবে।
নিষেধাজ্ঞা মেনে স্বাস্থ্য সচেতনতা মেনে চললেই করোনার এই থাবা থেকে মুক্ত থাকতে পারবো।
প্রয়োজন ছাড়া ঘরে থাকুক, সামাজিক দূরত্ব মেনে চলুন। স্বাস্থ্যবিধি মানুন, সুস্থ থাকুন।