মা হলেন এমা স্টোন!
প্রথমবার মা হলেন এই অস্কারজয়ী হলিউড তারকা এমা স্টোন। অভিনেত্রী ও তাঁর স্বামী ডেভ ম্যাককারির জীবনে এখন খুশির বন্যা। বাবা-মার দায়িত্ব পালনেই ব্যস্ত এই তারকা দম্পতি। যদিও সন্তান ছেলে না মেয়ে এখনও জানা যায়নি।
সন্তান নিয়েই ব্যস্ত এখন এই তারকা দম্পতি। ইউএস উইকলি সূত্রে খবর, গেলো ১৩ মার্চ লস অ্যাঞ্জেলসের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন এমা।
‘লা লা ল্যান্ড’ অভিনেত্রী গেলো জানুয়ারি মাসেই মা হতে চলার খবর নিশ্চিত করেছিলেন । আর একই সপ্তাহে পাপারাতজিদের ক্যামেরায় ধরা পড়ে এমার বেবি বাম্পের ছবি।
২০১৬ সালে এমা এবং তার স্বামী ডেভের প্রথম আলাপ। স্টাডার ডে নাইট লাইভ হোস্ট করছিলেন এমা, এবং শোয়ের লেখক ছিল ডেভ ম্যাককারি। দু-বছর পর এমাকে প্রেম প্রস্তাব দেন ডেভ। এর আগে ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’ কো-স্টার অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে প্রণয় ডোরে আবদ্ধ ছিলেন এমা।
তবে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যায় ২০১৫ সালে। ২০১৯-এর ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন এমা স্টোন ও ডেভ ম্যাককারি, পরের বছরই বিয়ের পর্ব সেরে নেন।