কাজে ফিরলেন কারিনা
দ্বিতীয় সন্তান জন্মের এক মাস পর কাজে ফিরলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। গত সোমবার মুম্বাইয়ের বান্দ্রায় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন বলিউডের এই তারকা। এ সময় কারিনা নেভি ব্লু ড্রেস ও হাইহিল পরিহিত ছিলেন। চুলের রঙেও পরিবর্তন দেখা গেছে কারিনার। ছিল নিয়ন পিঙ্ক ম্যানিকিউর। গাড়ি থেকে বের হওয়ার পর তাঁকে ঘিরে ছিল নিরাপত্তা প্রহরী ও কয়েক জন কর্মী-সদস্য।
গত ২১ ফেব্রুয়ারি বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের কোল জুড়ে দ্বিতীয় পুত্রসন্তান আসে। কবে তার নাম এখনও ঘোষণা করেননি সাইফ-কারিনা। প্রথম পুত্রসন্তান তৈমুর আলি খানের মতো এ তারকা দম্পতির দ্বিতীয় সন্তানকে ঘিরে তুমুল আগ্রহ ভক্তদের।
২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। ২০১৬ সালের ২০ ডিসেম্বর এ দম্পতির প্রথম ছেলেসন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।