পাক্ষিক অনন্যার সঙ্গে যুক্ত হলো মালভেন.কম
দেশের জনপ্রিয় পাক্ষিক ম্যাগাজিন অনন্যার সঙ্গে যুক্ত হলো নতুন ধারার ই-কমার্স প্রতিষ্ঠান মালভেন.কম (Mulven.Com)। শনিবার (৬ মার্চ) পাক্ষিক অনন্যা কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাক্ষিক অনন্যার পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন এবং মালভেন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির সিইও আতিক হায়দার প্রীতম।
পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন বলেন, আমরা অত্যন্ত আনন্দিত দেশের ই-কমার্সের অগ্রযাত্রা একটা বড় খবর। আমরা চাই মালভেন লিমিটেডের মত আরো দারুণ সব উদ্যোগ মানুষের মন জয় করুক।
মালভেন লিমিটেডের সিইও আতিক হায়দার প্রীতম বলেন, বাংলাদেশের নারী অগ্রযাত্রার পুরোধা ম্যাগাজিন অনন্যার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।
এখন থেকে প্রতি রবিবার উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এর সৌজন্য একটি ফেসবুক লাইভ প্রচারিত হবে অনন্যার সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল অ্যাকাউন্টে যেটির টাইটেল সহযোগী হবে মালভেন.কম।