শায়লার এগিয়ে চলার গল্প
শায়লা আহাম্মেদ, নারী উদ্যোক্তা। জীবনের একটা বড় সময়ে সিদ্ধান্ত নেন জীবনটা হতে হবে নিজের মত। ছয় বছর আগে যখন কাজ শুরু করেন তখন পুরোপুরি ভিন্ন এক পণ্য নিয়ে কাজ। স্বামীকে পেয়েছেন এক্ষেত্রে পুরোদমে সামনের কান্ডারী ভূমিকায়, পেশায় মিডিয়াকর্মী স্বামীর অনুপ্রেরণায় বাংলাদেশের ১ম আয়ূরবেদিক কসমেটিকস প্রতিষ্ঠান "Herbs Care" এর যাত্রা শুরু করেন। বর্তমানে দেশের বিভিন্ন জেলার তরুণীদের মধ্যে তাদের পণ্যের জনপ্রিয়তা আকাশচুম্বী।
সফল উদ্যোক্তা শায়লা বলেন, "ব্যবসায়ী হবো এটা কল্পনার বাহিরে ছিলো, ছোট বেলা থেকে বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত একটাই ব্যাপার পরিবার থেকে আমাকে বোঝানো হয়েছে স্বনামধন্য কোন মাল্টিন্যাশনালে চাকুরি করতে হবে, কিন্তু জীবন কখন কোন অবস্থায় আমাদের হাতে কি উপহার ধরিয়ে দেয় কেউ জানে না। স্বামী রাহাত আহাম্মেদের ঐকান্তিক চেষ্টায় হয়ে উঠলাম ব্যবসায়ী, এই শুরু হলো হার্বস কেয়ারের যাত্রা।" শায়লা আরো বলেন, "আমি নিজের স্বার্থকতা তখনই খুঁজে পাই যখন নিজের তিন 'স' এর মাঝে যখন ব্যালেনস করতে পারি । তিন 'স' অর্থাৎ স্বামী ,সংসার ,সন্তান । সর্বক্ষেত্রে স্বামীর সহযোগীতা আমি পাচ্ছি পাশাপাশি পরিবার তো আছেই ।ওই যে একা কি পথ চলা যায়? এই পথে শুধু আমি না আরও অনেকে আছে যাদের একটু সহযোগিতা দরকার , এগিয়ে যাবার পথে অনুপ্রেরনা দরকার এবং নিজেকে গড়ে তোলার গল্পটি যেনো অন্য কারো এগিয়ে যাবার পথে অনুপ্রেরনা হয় ,উৎসাহ হয় এই জন্য আমার ছোট একটু প্রয়াসের নাম রূপমাধুর্য্য।" বর্তমানে সিটিএফএমে প্রতি বুধবার রাত নয়টায় একটি শো উপস্থাপনা করছেন শায়লা, যার মাধ্যমে দেশের বিভিন্ন পজেটিভিটির মানুষদের সফলতার গল্প সামনে আনছেন তিনি। সিটিএফএমের শ্রোতাদের মধ্যেও শায়লার উপস্থাপনার এই শোটি বেশ জনপ্রিয়। ভবিষৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, "বাংলাদেশের প্রথম আয়ূরবেদিক কসমেটিকস নিয়ে কাজ করছি তাই চাই দেশিয় পন্যকে বিদেশের বুকে সমাদ্রিত করা। এবং দেশের প্রতিটি মানুষকে নিজের যত্নে আগ্রহী করে তোলা ।"