ঢাকা রিজেন্সিতে ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন
বিশেষ দিবসের এই আয়োজনে মাত্র ৭ হাজার ৯৯৯ টাকায় নতুনভাবে সজ্জিত রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট 'গ্রিল অন দ্য স্কাইলাইন'-এ পাওয়া যাবে ভ্যালেন্টাইন কাপল ডিনার প্যাকেজ। এছাড়াও আকর্ষণ হিসেবে আরও থাকছে জুটিদের স্বাগতম জানাতে ভালোবাসা দিবসের বিশেষ পানীয় 'ভ্যালেন্টাইন স্পেশাল ড্রিংক' ও হার্ট শেপ স্পেশাল কেক। সেই সঙ্গে মোমবাতির হালকা স্নিগ্ধ হলদে আভায় লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ।
বিশেষ দিনটিকে স্মরণীয় করতে থাকছে ছবি তোলার সজ্জিত 'ফটোবুথ', যেখানে অতিথিরা ক্যাপচারের সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ফটো। এছাড়াও থাকছে সেরা জুটি বাছাই পর্ব, যেখানে রিওয়ার্ড হিসেবে থাকছে আকর্ষণীয় পুরস্কার।