Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

“ফেব্রুয়ারিতে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান” ওবায়দুল কাদের

প্রায় দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পরে অবশেষে এলো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত।  পুরোপুরি না হলেও আগামী ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 

 

“ফেব্রুয়ারিতে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান” ওবায়দুল কাদের

 

আজ বুধবার সকালে তিনি এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, 'ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে। পুরোপুরি খোলার বিষয়ে মার্চে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।'

 

“ফেব্রুয়ারিতে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান” ওবায়দুল কাদের

২০২০ সালের  ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়।  করোনার সংক্রমণ রোধ করতে ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন সরকার।  এরপর দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কয়েক দফায় বাড়তে থাকে। এমনকি বাতিল করা হয় এইচএসসি, জেএসসি, পিইসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা। 

 

“ফেব্রুয়ারিতে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান” ওবায়দুল কাদের

এ অবস্থায় দিনের পর দিন অনেক বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিলো, 'কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান? অবশেষে কিছুটা হলেও খোলসা হলো এই প্রশ্নের উত্তর।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ