Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ডি,ডি, -রেগ এর সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা ডেভেলপারস এন্ড রিয়েল এষ্টেট গ্রুপ(ডি,ডি,-রেগ) এর কার্যনির্বাহী কমিটির সম্মেলন ঢাকা বিভাগের আবাসন ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ঢাকা ডেভেলপারস এন্ড রিয়েল এষ্টেট গ্রুপ (ডি,ডি,-রেগ) এর দ্বিবার্ষিক সম্মেলন ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষে বিগত ২রা ডিসেম্বর হতে ৬ই ডিসেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী অত্র গ্রুপের কার্যকরী কমিটির সম্মেলন পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়। কার্যকরী কমিটির এই সম্মেলনের সভাপতিত্ব করেন ডি,ডি,-রেগ এর সম্মানিত সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, চেয়ারম্যান, বিসমিল্লাহ্ নীড় লিঃ, সম্মেলন সঞ্চালনা করেন ডি,ডি,-রেগ এর সম্মানিত সেক্রেটারী জেনারেল মোল্লা সামিরুল্লাহ বাবুল, ব্যবস্থাপনা পরিচালক, সাভার ল্যান্ড ডেভেপমেন্ট লিঃ। এছাড়াও ব্যতিক্রমধর্মী স্বনামধন্য রিয়েল এষ্টেট কোম্পানী “রিয়েল ক্যাপিটা গ্রুপ” এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ আরিফুজ্জামান সহ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এম.এ সেলিম খান , যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবুল, যুগ্ম-সাংগঠনিক মোঃ ইসরাফিল আলম লিটন, মোঃ হাকিমুল হাই ভূঁইয়া (বনির), মোঃ শহিদুল্লাহ বাগমার প্রান্তিক, মোঃ রমজান আলী, এস.এ সিরাজ, মোঃ শাহিন, মোঃ মেহেদি হাসান, মোঃ হাফেজ নাসির উদ্দিন, মোঃ আমিরুল ইসলাম মোক্তার, মোঃ এম.এ হালিম, মোঃ সুলতান মাহমুদ, মোঃ মাশুক রোজা, মোঃ নুর মোহাম্মদ, মোঃ আতিকুর রহমান, মোঃ কামাল হোসেন, মোঃ আঃ হামিদ জুম্মান, মোঃ হেলাল, মোঃ কায়সার আহম্মেদ, উপদেষ্টা মোঃ নুরুল আমিন সহ প্রায় ৫৫ টির মত স্বনামধন্য রিয়েল এষ্টেট ও ডেভেলপারস কোম্পানীর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকগন উক্ত ডি,ডি,-রেগ এর সম্মেলনে উপস্থিত থেকে সম্মেলনকে সাফল্য মন্ডিত করেন। কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা মাশুক রেজা, ব্যবস্থাপনা পরিচালক, রাইয়ান রিয়েল এষ্টেট লিঃ। সম্মেলনে বাঙ্গালী জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপনের ধারাবাহিকতায় বিভিন্ন শ্রেনী ও পেশার গুণীজনদের সম্মাননা ও ডি.ডি-রেগ বিজনেস এ্যাওয়ার্ড ২০২০ প্রদান অনুষ্ঠান অনুমোদন করা হয়। উক্ত অনুষ্ঠানটি বাস্তবায়নের লক্ষ্যে একটি আহবায়ক কমিটির প্রস্তাবনা অনুমোদন করা হয়। উক্ত কমিটির আহবায়ক হিসাবে মোহাম্মদ আরিফুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, “রিয়েল ক্যাপিটা গ্রুপ” ও সদস্য সচিব হিসাবে এম.এ মজিদ, ব্যবস্থাপনা পরিচালক, হারবিঞ্জার কিং লিঃ কে সহ ৭ সদস্যের একটি কমিটির চুড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সাবরাং পর্যটন ও অর্থনৈতিক অঞ্চল কক্সবাজারের সাবরাং জিরো পয়েন্টের পাশে পর্যটক জোনে সংগঠনের মেম্বারদের জন্য একটি অর্থবহ পর্যটন প্রকল্প বাস্তবায়ন করা এবং রাজধানী ৫ তারকা হোটেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী ও ডি.ডি-রেগ দ্বি-বার্ষিক প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মান ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। ডি,ডি,-রেগ এর সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান বলেন, যেহেতু ঢাকা বিভাগের আওতাভুক্ত ১৩ টি জেলা( ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও টাঙ্গাইল) এর প্রায় ৩১,০৫১ বর্গকিলোমিটার এলাকার নানা প্রান্তে সফলতার সাথে ছোট বড় প্রকল্প বাস্তবায়নকারী আবাসন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এক ছাতার নীচে এনে দেশের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে সরকারী ও বেসরকারী পর্যায়ে ঢাকা বিভাগের আবাসন ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসাবে ঢাকা ডেভেলপারস এন্ড রিয়েল এষ্টেট গ্রুপ(ডি,ডি,-রেগ) এর আত্মপ্রকাশ। সেই লক্ষে ডি,ডি,-রেগ এর দ্বিবার্ষিকী উদযাপনে মাসব্যাপী প্রত্যেকটি জেলাভিত্তিক প্রচারনা ও সামাজিক কর্মসূচীর মাধ্যমে প্রকাশ করা হবে জেলা ভিত্তিক উপ-কমিটি, যাতে সকল আবাসন ব্যবসায়ী এবং ভোক্তা সাধারন খুব সহজেই ডি,ডি,-রেগ এর সেবা পেতে সক্ষম হন। সংগঠনের মূল উদ্দেশ্য আবাসন ব্যবসায়ীদের পরিপূর্ণ সহযোগীতা প্রদানসহ এর সাথে সম্পৃক্ত ভোক্তা সাধারনের পরিসেবার প্রতি পূর্ণাঙ্গ লক্ষ রাখা। অনুষ্ঠানে র‌্যাফেল ড্র প্রদান করেন রিয়েল ক্যাপিটা গ্রুপ, ইউনিটি গ্রুপ ও হারঞ্জিার কিং লিঃ এছাড়াও ফুটবল খেলা সহ বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাস্থ্য বিধি মেনে এবং “ডেভেলপার আইন মানবো নিরাপদ ভবন গড়বো” ডি.ডি-রেগ এর এই স্লোগান এর শপথ নিয়ে ডি,ডি,-রেগ এর সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ