Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাতের মুঠোয় রাইসার স্বপ্ন!

রাইসা, চলচ্চিত্রে জগতে কাজ করছেন শিশু শিল্পীর ভূমিকায়৷ ছোট থেকেই স্বপ্ন দেখতো একদিন অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করবে। বন্ধুদের সাথে মনের অনুভূতি প্রকাশ করে কখনো পেতো সাধুবাদ আবার কখনো আবার হাসি ঠাট্টারও স্বীকার হতো।
 

তবে এসবে মনোবল হারাতো না রাইসা। অভিনয়ের যখন সুযোগ পায় রাইসা, নিজের সেরাটা দিয়েই অভিনয় করেন। শিশু শিল্পর হিসেবে সেরা অভিনয়ের জন্য ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নির্বাচিত হয় জাফরিন আক্তার রাইসা।

মোস্তফা কামাল রাজের পরিচালিত সিনেমা 'যদি একদিন' এ অভিনয়ের জন্য পুরস্কার জিতেন রাইসা। সিনেমায় রাইসা তাহসানের মেয়ের ভূমিকায় অভিনয় করে। পুরস্কারের খবর পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না রাইসা। মাকে বারবার জিজ্ঞাস করছিলো সত্যিই সে পুরস্কার পেয়েছে কিনা! মেয়ের সফলতায় রাইসার মায়ের চোখও আনন্দে অশ্রুসিক্ত হয়ে উঠে। 

অভিনয়ের দিক থেকে রাইসার প্রিয় অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা। রাইসা জানায়, বড় হয়ে তিশার মতই ভালো অভিনয় শিল্পী হতে চায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ