এবার অভিনয়ে টেনিস তারকা সানিয়া মির্জা
এবার অভিনয়ে নাম লেখাতে যাচ্ছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। শুরুতে বড় পর্দায় না হলেও ছোট পর্দায় অভিষেক হতে চলছে এই টেনিস তারকার। যক্ষ্মা রোগের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে একটি ওয়েব সিরিজ নির্মাণ করা হবে। ওয়েব সিরিজটির নাম 'এমটিভি নিষেধ অ্যালন টুগেদার '। আর এতে অভিনয় করতে দেখ যাবে সানিয়া মির্জাকে।
ওয়েব সিরিজ প্রসঙ্গে সানিয়া বলেন, যক্ষ্মা রোগ আমাদের দেশে খুবই বিপদজনক পরিস্থিতিতে রয়েছে। যক্ষ্মা রোগে আক্রান্ত বেশিরভাগ রোগীরই বয়স ৩০ এর কম। করোনা পরিস্থিতিতে এই সংকট আরও বেড়েছে।
তিনি মনে করেন এই সম্পর্কে মানুষকে সচেতন করা খুব প্রয়োজন। তাই তিনি এই ওয়েব সিরিজটিতে অভিনয়ের ব্যাপারে সম্মতি দিয়েছেন।
পাঁচ পর্বের এই ওয়েব সিরিজটি নভেম্বরের শেষের দিকে এমটিভি ইন্ডিয়া ও এমটিভি নিষেধের সোশ্যাল মিডিয়া পেজে শুরু হবে।