Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের ৮০ দেশে সফটওয়্যার রপ্তানি করছে বাংলাদেশ

বাংলাদেশ বিশ্বের ৮০ টি দেশে সফটওয়্যার রপ্তানি করছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি বলেন বাংলাদেশ আমদানি নির্ভর জাতি থেকে বর্তমানে মোবাইলসেট সহ ডিজিটাল ডিভাইস রপ্তানিকারক দেশে রূপান্তর লাভ করেছে। সৌদি আরবে আইওটি,নেপাল ও নাইজেরিয়ায় ল্যাপটপ ও কম্পিউটার রপ্তানি করছে বাংলাদেশ। 

টঙ্গীতে ফাইভস্টার মোবাইলের কারখানা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন দেশের চাহিদার ৬০ শতাংশ মোবাইল স্থানীয় কারখানায় উৎপাদন থেকে মেটানো সম্ভব। 

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাইভ স্টার মোবাইল কোম্পানির চেয়ারম্যান মোঃ অলিউল্লাহ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান,গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, বিআরটিসির চেয়ারম্যান মোঃ জহুরুল হক

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ