Skip to content

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব শিক্ষক দিবস: মানুষ গড়ার বিমূর্ত চরিত্র

আজ ৫ই অক্টবর, “বিশ্ব শিক্ষক দিবস”।

যদিও কবি বলেছেন, “বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।“

কথাটি সত্য হলেও, আমাদের যাপিত জীবনে মানবিক এবং সভ্য হবার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা এবং তার নেপথ্যে শিক্ষকদের ভূমিকা অমূল্য।

এ প্রসঙ্গে, গ্রীক বীর আলেকজাণ্ডার তাঁর শিক্ষকের প্রতি সম্মান জানিয়ে বলেছেন,

“I am indebted to my father for living, but to my teacher for living well”.

মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ার ক্ষেত্রে শিক্ষকদের এই অসামান্য অবদানকে সম্মান জানাতে ১৯৯৪ সাল থেকে ইউনেস্কো ৫ই অক্টোবর দিনটিকে 'বিশ্ব শিক্ষক দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে। বর্তমানে পৃথিবীর ১০০'র বেশি দেশ এই দিবসটি পালন করে থাকে।

তাই, বিশ্বের সকল শিক্ষকদের সম্মান জানানোর পাশাপাশি আজ আমরা জেনে নিবো দেশের বিশিষ্ট চারজন শিক্ষক সম্পর্কে।

 বিশ্ব শিক্ষক দিবস: মানুষ গড়ার বিমূর্ত চরিত্র

চৌধুরী 

 

করেছেন।

ছিলেন।

প্রদানের। 

তিনি।

তিনি। 

 

নারীকে।

 

বিশ্ব শিক্ষক দিবস: মানুষ গড়ার বিমূর্ত চরিত্র

খানম 

 

শিক্ষায়।  

খানম৷ 

তার। 

খানম। 

পান।

দাড়ানোর।

বিশ্ব শিক্ষক দিবস: মানুষ গড়ার বিমূর্ত চরিত্র

ত্রিপুরা

পেরোতেই৷

নারী।

পাঠকদের।
নারী।
কথাও।

তিনি।
থাকে।

পেয়েছে।

ত্রিপুরা।
আছেন।

তাঁর।

হয়।

হন।
হয়।
করেন।
ত্রিপুরার৷ 

বিশ্ব শিক্ষক দিবস: মানুষ গড়ার বিমূর্ত চরিত্র

খাতুন

করেন।

করেন।

সংগ্রামে।

সঙ্গে।
করেন।

নয়।
 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ