‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯’ এর জন্য নির্বাচিত সুমনা শারমিন
বাংলাদেশে সমীহযোগ্য নারী সাংবাদিকদের তালিকায় সুমনা শারমিন অন্যতম শীর্ষস্থানীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে পাস করে তিনি কাজ শুরু করেন ১৯৯১ সালে, আজকের কাগজে সাব এডিটর হিসেবে। ১৯৯২ সালে তিনি নতুন পত্রিকা ভোরের কাগজে যোগ দেন।
প্রথম আলোর শুরু অর্থাৎ ১৯৯৮ সাল থেকেই তিনি পত্রিকাটির সাথে যুক্ত আছেন। এরপর তিনি স্বকীয়তা ক্রমশ উদ্ভাসিত হতে থাকেন। সংস্কারমুক্ত, বিজ্ঞানমনস্ক, সৎ আর বিনয়ী সুমনা সবচাইতে বেশি অনুপ্রাণিত হয়েছে বেগম সুফিয়া কামালের কাছে।
সুমনা শারমিন মনে করেন, ভালো সাংবাদিক হতে হলে পড়াশোনার পাশাপাশি মাঠে কাজ করতে হবে, পাশাপাশি ‘কমনসেন্স’ খুব গুরুত্বপূর্ণ। সুমনা হলেন সেই সকল প্রদীপের মতো, যারা অন্যদের আলো দান করেন, কিন্তু নিজে থাকেন পাদপ্রদীপের আড়ালে।
'অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯' দেখতে চোখ রাখুন পাক্ষিক অনন্যার ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।