Skip to content

৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯ এর জন্য নির্বাচিত ফাল্গুনী সাহা

২০০২ সালের কথা। ফাল্গুনী তখন দ্বিতীয় শ্রেণির ছোট্ট উচ্ছল বালিকা। পাশের বাড়ির ছাদে খেলার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তার দুই হাতের কনুই পর্যন্ত পুড়ে যায় ভয়ানকভাবে। কনুই থেকে কেটে ফেলা হলো তার দুটি হাত। হাত দুটো কেটে বাদ দেওয়ার পর কলম দেখলেই মনটা কেমন করে উঠত ছোট্ট ফাল্গুনীর।

 

প্রখর মেধার সঙ্গে টইটুম্বর আত্মশক্তিতে ফাল্গুনী কলম তুলে নেয় কাটা হাতে। ফাল্গুনী পঞ্চম শ্রেণিতে বৃত্তি পায়, এসএসসি এবং এইসএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। তারপর ভর্তি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে এবং কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন স্নাতকোত্তর।

 

ফাল্গুনী সাহা আমাদের বুঝিয়ে দেয় এ জগতে অসম্ভব বলে কিছু নেই। আর চলার পথে যদি কেউ না থাকে তবে দরকার হলে একাই চলবেন ফাল্গুনী।

 

'অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯' দেখতে চোখ রাখুন পাক্ষিক অনন্যার ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ