বুয়েটের প্রথম তিন মেয়ে
সেশন ১৯৬৪-৬৫ খ্রিষ্টাব্দ , তখন মেয়ে শিক্ষার্থীদের বুয়েটে পড়ার সুযোগ ছিল না অর্থাৎ নিষিদ্ধ ছিল। চুমকি, দোরা ও মনোয়ারার অদম্য ইচ্ছা বুয়টে ইন্জিনিয়ারিং-এ পড়বে। কিন্তু বাধা হয়ে দাঁড়াল প্রশাসনিক নিষেধাজ্ঞা, তাই বলে দমে যাননি তারা। আশ্রয় নিলেন আইনি লড়াইয়ে। তারা প্রথমে কোর্টে মামলা করেন যে, কেন তারা বুয়েটে পড়তে পারবেন না? অবশেষে মামলায় জয়ী হয়ে তারা বুয়েটের প্রথম নারী শিক্ষার্থী হিসেবে পড়ার সুযোগ পান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫০% মেয়ে শিক্ষার্থী ভর্তির সুযোগ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অবাধে মেয়ে শিক্ষার্থী পড়ার সুযোগ এমনিতে আসেনি, করতে হয়েছেন অনেক সংগ্রাম। এসব সংগ্রামীর মধ্যে সুফিয়া কামাল, বেগম রোকেয়ার কথা মনে রাখলেও তার স্বপ্নকে যারা বাস্তবে পরিণত করেছন তাদের ইতিহাস আজ আমাদের চর্চার বাইরে।
ইতিহাসের সাক্ষী ডান পাশের জন দোরা রহমান, মাঝের জন মনোয়ারা আর বামপাশের জন চুমকি।