Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পোশাকে একুশ

কিছুদিন পরে আসছে একুশে ফেব্রুয়ারি। অমর একুশের চেতনায় আরো একবার দেশপ্রেমের মন্ত্রে দীক্ষা নেওয়ার সময় এটি। অমর একুশে আমাদের জন্য শুধুমাত্র বিশেষ একটি দিনই নয়, বরং এটি আমাদের অহংকার ও জাতীয় জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। এই দিনটিকে তাই আলাদাভাবে উদযাপন করাটা তাই আবশ্যিক একটা ব্যাপার। আর এই উদযাপনের কথা মাথায় রেখে বরাবরের মতো একুশের থিমকে পোশাক-আশাকের মধ্যে সুনিপুণভাবে উপস্থাপন করছে দেশীয় ফ্যাশন হাউজগুলো। পোশাকের নকশায় অনুমিতভাবেই স্থান পাচ্ছে বাংলা বর্ণমালা। রঙের ক্ষেত্রে সাদা, কালো ও দেশের পতাকার সাথে মিল রেখে লাল-সবুজ রঙের প্রাধান্য দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই মেয়েদের পোশাকের মধ্যে একুশের থিম ও নতুন ডিজাইনের শাড়ি, সিঙ্গেল কামিজ, সিঙ্গেল ওড়না, ব্লাউজ গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে বরাবরের মতো ছেলেদের জন্য বাজারে এসেছে নতুন নকশার পাঞ্জাবি, টি-শার্ট ও ফতুয়া। সবমিলিয়ে, এই সময়টায় একুশের চেতনা নিজের মধ্যে ধারণ করার পূর্ণ সুযোগ এনে দিচ্ছে দেশের ফ্যাশন হাউজ ও বিপণিবিতানগুলো।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ