Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

খুশকি দূর করতে কফির কার্যকারিতা

ক্লান্তি কাটাতে কফির জুড়ি মেলা ভার। আর কফি আমাদের অনেকের পছন্দের বলেই কফির অনেক গুণাগুণ সম্পর্কে আমরা জানি। কফি শরীর ও মনকে সতেজ রাখে। এই কফিই আবার আমাদের চুলের যত্ন নেয়। চুলের খুশকি দূর করতে কফির রয়েছে দারুণ কার্যকারিতা।

খুশকি চুলকে অস্বাস্থ্যকর কথা তোলে এবং চুলের সৌন্দর্যও নষ্ট করে দেয়। খুশকি চুলকে ভঙ্গুরও করে দেয়। মূলত মাথায় স্কাল্প অয়েলি বা ড্রাই হওয়ার কারণে খুশকি হয়। এক্ষেত্রে কফির প্যাক ব্যবহারে খুশকি দূর হবে।

প্যাক বানাতে নারকেল তেল হালকা গরম করে এতে কফি পাউডার মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে এটি চুলে লাগিয়ে আধঘণ্টার মতো রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন। সপ্তাহে কমপক্ষে একদিন এই প্যাক ব্যবহার করলে দারুণ উপকার পাওয়া যাবে।

খুশকি দূর করার পাশাপাশি এটি আমাদের চুলে পুষ্টি যোগায়। কফিতে অ্যান্টি ইনফ্লামেটরি কিছু উপাদান আছে যা মাথার স্কাল্প থেকে ব্যাকটেরিয়া দূর করে। এক্সফলিয়েট করে এবং মাথার ত্বককে পরিষ্কার রাখে। চুলের বৃদ্ধিতেও কফির ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া পিএইচ লেভেল ঠিক রাখতে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখতেও সাহায্য করে কফি।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ