বাইফা ৪র্থ আসরের অ্যাওয়ার্ড উন্মোচন

জমকালো আয়োজনে আগামী ১৬ মে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাইফা অ্যাওয়ার্ড ২০২৫’ এর চতুর্থ আসর। এবারের আসরে মিডিয়া ইন্ড্রাস্ট্রিজের ৩০এর অধিক অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, মডেল, পরিচালকসহ বিভিন্ন সেক্টরে বিশেষ কাজের স্বীকৃতিস্বরূপ ‘বাইফা অ্যাওয়ার্ড ২০২৫’ তুলে দেওয়া হবে।
১১ এপ্রিল শুক্রবার রাজধানীর একটি আভিজাত্য পাঁচ তারকা হোটেলে বাইফার অ্যাওয়ার্ড উন্মোচন ও প্রেস কনফারেন্সের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

প্রেস কনফারেন্স উপস্থিত ছিলেন বাইফার আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, চতুর্থ আসরের বিচারক জুরি প্যানেলসহ শোবিজের একঝাঁক সুপরিচিত তারকা ও মডেল। এসময়ে বাইফা সম্পর্কে তারকাদের অনুভুতি জানতে চাইলে বলেন, প্রতিবছর বাইফার আয়োজন আমাদের জন্য অনেক অনুপ্রেরণার। বিশেষ করে দীর্ঘ চার বছর ধরে বাইফার এই আয়োজন বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনকে সম্মৃদ্ধ করেছে। আমরা চাই তারকা ও গুণীজনদের উৎসাহিত করতে বাইফার আয়োজন আরো বেশি সমৃদ্ধময় হোক।
আয়োজক শাহরিয়ার স্বপন বলেন, গত বছরের বাইফার আয়োজনে তারকা উপস্থিতি দেখে আমি অনুপ্রাণিত, তাই এবারের আয়োজন আরও বড় পরিসরে ভেবেছি। চতুর্থ আসরে মেগাস্টার শাকিব খানসহ শোবিজের প্রথম সারির সব তারকাদের উপস্থিত ও পারফরম্যান্স করার কথা চলমান রয়েছে।
গতবারের ন্যায় এবারও বিভিন্ন ক্যাটাগরিতে বাইফা অ্যাওয়ার্ড পেতে চলেছেন দেশের বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য তারকারাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনেরা। প্রতি বছরের মত এবছরেও সামাজিক বা সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হবে। এসময়ে বাইফা টিম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দর্শকদের ভোটে তারকা জরিপের ভোটিং লাইন চালু করা হয়।