দুই থেকে তিন হচ্ছে কিয়ারা-সিদ্ধার্থ
‘গুড নিউজ’ ছবির অভিনেত্রী কিয়ারা আদভানি এবার বাস্তবেই দিলেন গুড নিউজ। নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানিয়েছেন, স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন।
শুক্রবার দুপুরে ইনস্টাগ্রামে এক হৃদয়ছোঁয়া ছবি শেয়ার করেন কিয়ারা। ছবিতে দেখা যায়, সিদ্ধার্থ ও কিয়ারা হাতে হাত রেখে একটি ছোট্ট সাদা মোজা ধরে আছেন। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “আমাদের জীবনের সেরা উপহার, শিগগিরই আসছে।”

এই ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন কিয়ারা ও সিদ্ধার্থ। বলিউড তারকাদের মধ্যে আলিয়া ভাট, নীতু সিং, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, একতা কাপুর, সোনাক্ষী সিনহা, ঈশান খট্টর, কৃতি খরবান্দা, রাকুল প্রীত সিং, রাশি খান্না, বিক্রান্ত ম্যাসি ও শিল্পা শেঠি তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে ভক্তরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই তারকা দম্পতিকে।
সম্প্রতি এক অনুষ্ঠানে ঢিলেঢালা কালো পোশাকে কিয়ারাকে দেখা গিয়েছিল, যা নিয়ে তখনই গুঞ্জন শুরু হয়েছিল। তবে এবার নিজেই নিশ্চিত করলেন সুসংবাদটি।
কিয়ারা ও সিদ্ধার্থ ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করেন। দীর্ঘদিন প্রেমের পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন তাঁরা। দুবছর পর তাঁদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি।