ইতিহাসের অমর প্রেমকাহিনী
ভালোবাসা এমন এক অনুভূতি, যা কোনো সীমার মধ্যে বাঁধা থাকে না। যুগে যুগে প্রেমিক-প্রেমিকার ভালোবাসা বদলে দিয়েছে সাম্রাজ্যের ইতিহাস, গড়ে তুলেছে বিস্ময়কর সব কাহিনী। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এমন কিছু প্রেমকাহিনী, যা শুধু তাদের সময়েই আলোড়ন তোলেনি, বরং শতাব্দীর পর শতাব্দী মানুষের হৃদয়ে দাগ কেটে গেছে।

অ্যান্টনি ও ক্লিওপেট্রা
রোমান সেনাপতি মার্ক অ্যান্টনি ও মিশরের রানী ক্লিওপেট্রার প্রেমের গল্প এক অনন্য অধ্যায়। ক্লিওপেট্রার রূপ ও বুদ্ধিমত্তায় মুগ্ধ অ্যান্টনি তার জন্য সবকিছু ত্যাগ করতে দ্বিধা করেননি। কিন্তু এই প্রেম সহজ ছিল না। রোমান শাসক অক্টাভিয়ানের সঙ্গে যুদ্ধ বাধে অ্যান্টনির, যেখানে পরাজয়ের পর ভুল তথ্য পেয়ে আত্মহত্যা করেন তিনি। পরে ক্লিওপেট্রাও বিষপান বা সাপের কামড়ে জীবন দেন। তাদের প্রেমের পরিণতি করুণ হলেও, ইতিহাসে তারা চিরস্মরণীয়।
নেপোলিয়ন ও জোসেফিন
ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের প্রেমে পড়েছিলেন জোসেফিন, যিনি তার চেয়ে বড় ছিলেন এবং দুই সন্তানের মা। তবে নেপোলিয়ন প্রচণ্ড ভালোবাসতেন তাকে, নিয়মিত প্রেমপত্র লিখতেন। কিন্তু জোসেফিনের হৃদয়ে সেই আবেগ ছিল কম। পরে পরকীয়ার খবর পেয়ে নেপোলিয়নও অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের প্রেমের গল্প শেষ হয় বিচ্ছেদ দিয়ে, তবু ইতিহাসে এটি এক বেদনাময় ভালোবাসার প্রতিচিত্র।
অষ্টম হেনরি ও অ্যান বলেইন
ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি তার রানী ক্যাথেরিনকে ত্যাগ করে ভালোবেসেছিলেন অ্যান বলেইনকে। কিন্তু রাজপ্রাসাদের জটিল রাজনীতির কারণে অ্যানকে ব্যাভিচার ও ষড়যন্ত্রের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুর পরও হেনরির জন্য অ্যান ছিলেন এক রহস্যময়ী নারী, যাকে তিনি সত্যিকার অর্থে ভালোবেসেছিলেন কিনা, সে প্রশ্ন আজও ইতিহাসবিদদের মনে রয়েছে।
শাহজাহান ও মমতাজ মহল
মোগল সম্রাট শাহজাহানের ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন তাজমহল। স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর তার স্মৃতিকে অমর করে রাখতে তিনি নির্মাণ করেন এই অপূর্ব স্থাপত্য। এটি শুধু প্রেমের প্রতীক নয়, বরং বিশ্বজুড়ে ভালোবাসার এক অমর নিদর্শন।
পেদ্রো ও আইনেস দ্য ক্যাস্ত্রো
পর্তুগালের যুবরাজ পেদ্রো ভালোবেসেছিলেন আইনেস দ্য ক্যাস্ত্রোকে, কিন্তু রাজা আলফন্সো তাদের সম্পর্ক মানতে পারেননি। তিনি আইনেসকে হত্যা করান, আর প্রতিশোধ নিতে পেদ্রো যুদ্ধ ঘোষণা করেন। পরবর্তীতে তিনি সিংহাসনে বসে আইনেসের মৃতদেহকে রানী ঘোষণা করেন, যা ইতিহাসে এক বিরল ঘটনা।
কৃষ্ণ ও রাধা
প্রেমের আধ্যাত্মিক রূপের প্রতীক রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী। তারা কখনো এক হননি, তবু তাদের প্রেম আজও ভক্তি, সঙ্গীত ও সাহিত্যে অনুপ্রেরণা হয়ে আছে। রাধার প্রতি কৃষ্ণের নিঃস্বার্থ ভালোবাসা প্রেমের চিরন্তন রূপ।

মির্জা ও সাহিবাঁ*
পাঞ্জাবের এক জনপ্রিয় লোককাহিনী, যেখানে মির্জা ও সাহিবাঁর প্রেম সমাজের বাধার কারণে পরিণতি পায়নি। সাহিবাঁ নিজের প্রেমিককে রক্ষা করতে গিয়ে নিজেই তার মৃত্যুর কারণ হয়ে ওঠেন। এই গল্প প্রেম ও আত্মত্যাগের এক অপূর্ব দৃষ্টান্ত।
এগুলো শুধু কিছু নির্বাচিত প্রেমকাহিনী, কিন্তু ইতিহাস জুড়ে ছড়িয়ে আছে আরও অসংখ্য গল্প। কখনো এই প্রেম সাম্রাজ্যের পতন ঘটিয়েছে, কখনো ইতিহাসের গতিপথ বদলেছে। তবুও ভালোবাসার শক্তি অটুট, যুগে যুগে মানুষ এ গল্পগুলোতে আবেগ খুঁজে পায়, অনুপ্রেরণা নেয়।