জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান
গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও মার্চ ফর মাদার মোর্চার উদ্যোগে আলোচনা সভা এবং তহবিল সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় রোববার (১২ জানুয়ারি) ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের মাধ্যমে।
এর আগে, শনিবার সকাল ১০টায় ধানমন্ডিতে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও মার্চ ফর মাদার মোর্চার যৌথ উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেসা। প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
কর্মসূচিতে বক্তব্য দেন গণস্বাস্থ্যের ট্রাস্টি মেজর জেনারেল (অব.) ফাতমী আহমেদ রুমি, সাবেক সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ ফারুক, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার, অধ্যাপক নিজাম উদ্দিন, সিসিপিআর’র নির্বাহী পরিচালক মোসাররত সৌরভ, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি সৈয়দ হুমায়ুন কবির, এবং হিল’র প্রতিষ্ঠাতা জেবুন্নেছা।
অনুষ্ঠানে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে প্রায় সাত লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
ডা. রাসকিন জানান, ৯ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা দেওয়া, ৩০ বছর বয়স থেকে নিয়মিত স্ক্রিনিং পরীক্ষা করা এবং কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ ও নিরাময়ের কার্যকর উপায়।