ভিন্নধর্মী গল্পে সামিরা খান মাহির নতুন নাটক ‘ফারামগেট’
দেশের নাটক ইন্ডাস্ট্রির জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতি মাসেই তিনি টেলিভিশন ও ইউটিউব প্ল্যাটফর্মে দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে হাজির হন। তার এই ধারাবাহিকতায় চলতি মাসেও মুক্তি পেয়েছে নতুন একটি নাটক। ১৫ নভেম্বর প্রকাশিত এই নাটকটির শিরোনাম ‘ফারামগেট’, যা পরিচালনা করেছেন রাশেদুল কাবির রিমন।
নাটকটি সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে উন্মুক্ত হয়েছে। গল্পটি ফার্মগেট এলাকার একটি সাধারণ পরিবারের জীবনকে কেন্দ্র করে তৈরি। এ বিষয়ে সামিরা খান মাহি বলেন, “প্রতিটি নাটকেরই নতুন গল্প থাকে। তবে সব গল্প একেবারে আলাদা না হলেও ‘ফারামগেট’-এর গল্প ভিন্ন ধাঁচের। এমন ধরনের গল্পে আগে কাজ করিনি, তাই এটি আমার জন্য বিশেষ। ভিন্ন ধাঁচের গল্প দর্শকের কাছে ভালোভাবে পৌঁছায় এবং গ্রহণযোগ্যতা বাড়ায়। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।”
ইউটিউবের প্রতিযোগিতা নিয়ে নিজের মতামত জানিয়ে মাহি বলেন, “আমি প্রতিযোগিতা পছন্দ করি। কারণ প্রতিযোগিতা না থাকলে ভালো কাজের বাজার তৈরি হয় না। শুধু নাটক নয়, প্রতিটি ক্ষেত্রেই প্রতিযোগিতা থাকা দরকার।” বর্তমান ব্যস্ততা সম্পর্কে তিনি জানান, নাটকের কাজের পাশাপাশি বেশ কিছু ওটিটি কনটেন্ট নিয়ে আলোচনা চলছিল, যেগুলো বড় বাজেটের প্রজেক্ট ছিল। তবে কিছু কারণে কাজগুলো আপাতত স্থগিত রয়েছে। এর পাশাপাশি নতুন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
প্রতিটি নতুন কাজে নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেন সামিরা খান মাহি। তার অভিনীত বেশ কিছু চরিত্র ইতোমধ্যে দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। গল্পনির্ভর কাজেই সবসময় বেশি আগ্রহী তিনি। অভিনয়ের পাশাপাশি মাহি ভ্রমণ করতে এবং নতুন জগত সম্পর্কে জানতে ভালোবাসেন। তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই আগ্রহের প্রতিফলন স্পষ্ট।
তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘তরুণ তুর্কী’, ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’, ‘এক পা দুপা’, ‘ফকির থেকে কোটিপতি’, এবং ‘স্বপ্নের বাসর’। এসব ছাড়াও তিনি বহু নাটকে অভিনয় করেছেন এবং প্রতিনিয়ত নিজেকে আরও শাণিত করে তুলছেন।