Skip to content

১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের বাইরে প্রথম ভ্রমণ

ভ্রমণ সব সময়ই আনন্দের। আর সেটা দেশের বাইরে হলে তো ‘ড্রিম ট্রাভেল’! দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে প্রথমবারের মতো যারা দু’পা ফেলতে যাচ্ছেন তাদের জন্য কয়েকটি দেশের খোঁজ:

থাইল্যান্ড
বিদেশ ভ্রমণের কথা আসলেই প্রথমেই যে দেশটির কথা মাথায় আসে তা হলো থাইল্যান্ড। অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত এবং ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত এশিয়ার সবথেকে জনপ্রিয় ট্রভেল ডেস্টিনেশন এই দেশটি। অপূর্ব সমুদ্রসৈকত এবং দ্বীপের সমন্বয়ে। গঠিত দেশটিতে প্রতিবছর ৩-৪ কোটি মানুষ ভ্রমণ করতে যায়। দেশটি মূলত কম খরচে ভ্রমণের জন্য বিখ্যাত। ব্যাংকক ও পাতায়ার মত জনপ্রিয় স্পটে ২০০০-২৫০০ টাকার মধ্যে ভালো মানের হোটেল পাওয়া যায়।

ভারত
তালিকায় পড়শি দেশ হিসেবে ভারতের নাম আসাই স্বাভাবিক। তবে সম্প্রতি ভিসা পেতে বেশ অপেক্ষা ও ঝক্কি পোহাতে হচ্ছে। তবে ভিসা থাকলে খুব সহজেই কলকাতা, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য ঘুরে আসতে পারবেন। তাছাড়া জয়পুরের গোলাপি শহর, আগ্রায় তাজমহল, শিমলা- মানালির বরফ পাহাড় এমনকি বাজেট থাকলে কাশ্মীর ভ্রমণও সম্ভব।

শ্রীলঙ্কা
পাহাড়, সমুদ্র ও সবুজ চা বাগানে ভরা শ্রীলঙ্কা আপনাকে মুগ্ধ করবেই। কিছুটা কম খরচে বিমানের টিকিট কেটে রাখতে পারলে খরচ কমবে ভ্রমণে। হাতে খুব বেশি সময় না থাকলে ক্যান্ডি, নুয়েরাএলিয়া, সীতাত্রনিয়া, গ্রেগরি লেক ঘুরে দেখতে পারেন। কাছেই আছে পিনাওয়ালা এলিফেন্ট অরফ্যানেজ।

নেপাল
বাংলাদেশিরা নেপালে পা রেখেই ভিসা পেতে পারেন। শুধু আগেভাগে একটা ফরম পুরণ করে রাখলেই হলো। স্বচক্ষে হিমালয় দেখার পাশাপাশি আপনি অ্যাডভেঞ্চারপ্রেমী হলে নেপাল আপনার জন্য স্বর্গ। ত্রিশূলী নদীর স্রোতের সঙ্গে লড়াই করে র্যাফটিং, বাজি জাম্প কিংবা পৃথিবীর সেরা কিছু পর্বত আরোহণ-সবই পেয়ে যাবেন নেপালে।

মালদ্বীপ
মালদ্বীপের সৌন্দর্যের কথা মনে হলেই নীল জলের ঢেউ আছড়ে পড়ে চোখের সামনে। এতো সৌন্দর্য্য একসঙ্গে, ভ্রমণ না করলে উপলব্ধি করার সুযোগ নেই। বাংলাদেশ থেকে এখন সরাসরি ফ্লাইট রয়েছে মালদ্বীপের। রয়েছে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা। এছাড়া এই দ্বীপরাষ্ট্রে ২ রাত ৩ দিনের বেশকিছু আকর্ষণীয় প্যাকেজও পাওয়া যায় দেশে।

কম্বোডিয়া
ইতিহাস ভিত্তিক বৈদেশিক ভ্রমণ করতে চাইলে যেতে পারেন কম্বোডিয়া। পর্যটকরা সাধারণ সিম রিপ শহরটিকেই বেছে নেন ভ্রমণকালীন বাসস্থান হিসেবে। আস্কোর ভাট, দ্য বায়ণ, সিম রিপ, কে, ক্যামপং চাম, ক্রনাতি, ফনোম পেনহ, কিলিং ফিল্ডসের দুর্দান্ত সব গন্তব্য রয়েছে দেশটিতে।

মালয়েশিয়া
ভ্রমণে জনপ্রিয়তার দিক থেকে মালয়েশিয়াও পিছিয়ে নেই। গত কয়েক বছরে রেকর্ড সংখ্যক ট্রারিস্ট বাংলাদেশ থেকে মালয়েশিয়া ভ্রমণ করেছে। মালয়েশিয়ার স্পটগুলোর মধ্যে পেট্রোনাস টুইন টাওয়ার, টিওম্যান, ল্যাংকাউয়ি, পেনং উল্লেখযোগ্য দেশটিতে মাঝারি মানের হোটেলে থাকতে রাতপ্রতি খরচ হবে ৩৫০০-৪০০০ টাকা।

ফিলিপাইন
দেশটি এশিয়ার মধ্যে অন্যতম ভ্রমণস্পট। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রারপ্রতি হোটেলের জন্য খরচ হবে বাংলাদেশি ২০০০- ২৫০০ টাকা। ডর্ম কিংবা হোস্টেলে থাকতে পারবেন আরও কমে। খাবার খরচও খুব বেশি নয়। ভ্রমণের জন্য ম্যানিলা আর বোরোক্যা খুব জনপ্রিয়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ