Skip to content

১১ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শীত উপযোগী চুলের যত্ন

পুরো দমে শীতের মৌসুম চলছে। এখন তার সাথে চলছে নানান ধরনের ত্বক ও চুল সংক্রান্ত সমস্যা। নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে ত্বক এবং চুলের। বিশেষ করে এই শীতের মধ্যে চুলের পর্যাপ্ত এবং সঠিক যত্ন নেওয়া ব্যাপক কঠিন ব্যাপার।
তবুও প্রয়োজনে কিংবা তাগিদে ঋতু ভেদে চুলের সঠিক যত্ন নেওয়া প্রত্যেকেরই জরুরী। তাই শীতের যত্নের একটি সহজ চুলের সমাধান বলা যাক।

এই হেয়ার প্যাকটি বানানোর জন্য খুব বেশি উপাদানের দরকার নেই এবং এই সমস্ত উপাদান প্রত্যেকের ঘরেই থাকে।
প্রথমে একটি পেঁয়াজ, এক টুকরো আদা, এক চামচ কালোজিরা, এক চামচ মেথি, এক চামচ এলোভেরা জেল, দুই চামচ ক্যাস্টর অয়েল, এক চামচ মধু একত্রে মিশিয়ে পেস্ট করে নিন। তারপর সম্পূর্ণ পেস্টটি চুলের গোড়ায় ভালোমতো লাগিয়ে ম্যাসাজ করুন। এই প্যাকটি দেওয়ার সময় চুলে যাতে কোনভাবে তেল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে হেয়ার প্যাকটি দেওয়ার পর চুলে তেল দিতে পারেন। দুই ঘন্টার মত রেখে চুল ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। চুল শুকানোর পরে ভালো করে চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়ে নিন। চুলগুলো বেশ ঝলমলে এবং প্রাণবন্ত লাগবে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ