প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর উপায়
মশার উপদ্রব শীত-গ্রীষ্ম সবসময়ই। বিশেষ করে বর্ষাকালে এডিস মশার উপদ্রব বেড়ে যায়। আর এডিস মশা কামড়ালে দেখা দেয় ডেঙ্গু। যারা মশার কয়েল কিংবা স্প্রে ব্যবহার করতে চান না, তাদের জন্য থাকছে ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়ানোর উপায়। চলুন, জেনে নেওয়া যাক।
১. নিমের তেলকে মশা ভালোভাবে নিতে পারে না। এর গন্ধ ওদের একেবারে অপছন্দ। তাই নিমের তেল ও নারিকেল তেলের মিশ্রণ শরীরে মেখে নিলে মশার হাত থেকে বাঁচা যায়।
২. লেবুর তেল ও ইউক্যালিপটাস তেলের মিশ্রণও মশার যম। এর থেকে দূরে থাকে মশা। এই তেলে অ্যান্টিসেপটিক গুণ আছে। এটা মশা তাড়ানোর কাজ তো করেই, সঙ্গে অন্য জীবাণুর বিরুদ্ধেও কাজ করে।
৩. মশা তাড়াতে তুলসীগাছও খুব উপকারী। বারান্দায় ও ঘরেতে টবে করে তুলসীগাছ লাগাতে পারেন। মশা তুলসীগাছের গন্ধ সহ্য করতে পারে না। তাই মশা আর ঘরে ঢুকবে না।
৫. মশা তাড়াতে রসুনও খুব কাজের। কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে নিয়ে ঘরের সবখানে ছড়িয়ে দিতে হবে। এতে মশা দূরে থাকবে।
৬. ঘরের বিভিন্ন জায়গায় নিমপাতার ডাল ঝুলিয়ে রাখা যায়। এতে মশা ঘরে থাকবে না।
৭. লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা গেঁথে শুধু মাথার অংশ বাইরে রেখে দিন। এরপর লেবুর টুকরাগুলো একটি প্লেটে রেখে ঘরের কোনায় রেখে দিন। এতেই বেশ কদিন মশার উপদ্রব থেকে মুক্তি পাবেন। এই পদ্ধতিতে মশা ঘরের ধারেকাছেও ঘেঁষবে না।