Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী ফেডারেল বিচারক

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ইতিহাসে নতুন মাত্রা যোগ করলেন এক নারী। তার নাম নুসরাত জাহান চৌধুরী। প্রথমবারের মতো কোনো মুসলমান নারী স্থান পেলেন দেশটির ফেডারেল বিচারকের পদে। শুধু তাই নয় ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের হয়েও। তিনিই প্রথম কোনো বাংলাদেশি-আমেরিকান নারী, যিনি এই পদ লাভ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৮ নতুন বিচারক মনোনয়ন দিয়েছেন। তাদের মধ্যে প্রথম মুসলিম নারী হিসেবে বাংলাদেশি-আমেরিকান বিচারক নুসরাত চৌধুরী আছেন। নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আসনের জন্য তার নির্বাচনের কথা সিনেট নিশ্চিত করেছে।

৪৬ বছর বয়স্কা নুসরাত চৌধুরী দীর্ঘকাল যুক্তরাষ্ট্রের একটি নাগরিক অধিকার রক্ষা-সংক্রান্ত আইনজীবী সংগঠন এসিএলইউ-এ কাজ করেছেন। ২০০৮ থেকে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নে (এসিএলইউ) কাজ করেছেন তিনি। সেখানে তিনি রেসিয়াল জাস্টিস প্রোগ্রাম উপপরিচালক পদে ছিলেন।

যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিগত বৈষম্যের বিরুদ্ধে নাগরিক অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে তিনি প্রচুর কাজ করেছেন।

এর আগে তিনি কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং ইয়েল ল স্কুল থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ