Skip to content

২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অল্প সময়ে, স্বল্প খরচে চুলের যত্ন

বাংলা একটি কথা আছে – কেশ হল অর্ধেক বেশ! চুল মহিলাদের সর্বাধিক সমৃদ্ধশালী অলঙ্কার। চুল ছোট হোক বা বড় চুল না থাকলে তাকে মনে হয় শ্রীহীন। চুল একপ্রকার মানসিক উৎস,একধরনের গহনা, এটি একটি আনুষাঙ্গিক। তবে দীর্ঘ,ঘন,লম্বা চুল সবাইরে চাওয়া। অন্যদিকে ছোট চুল বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে চুল ছোট হোক বা বড় যত্নের প্রয়োজন রয়েছে সবার চুলেই। কিন্তু এই গরমে চুলের অবস্থা নাজেহাল। তাই চুলের যত্ন কোন ভাবেই অবহেলা করা যাবে না। কিন্তু অনেকেই সময় স্বল্পতার কারণে চুলের যত্ন নেন না বা চুল নিয়ে অনেক খামখেলিপনা করেন, কেউবা খরচের কথা ভেবে চুলের যত্ন এড়িয়ে যায়। তবে চাইলেই পারেন খুব সহজে ঘরোয়া উপায়ে অল্প সময়ে, স্বল্প খরচে চুলের যত্ন নিতে যা চুলকে গরমে প্রাণবন্ত, ঘন, সুন্দর, রেশমি, ঝলমলে ভাব এনে দিবে।

তাই ঘরোয়া বিশেষ দুইটি নিয়মাবলী অনুসরণ করলেই আমরা চুলের যত্ন নিতে পারব খুব সহজেই, চলুন জেনে নিই –

তেল ব্যবহার
নিয়ম করে চুলের তেল লাগান। চুলের তেল লাগানো খুবই জরুরি একটা বিষয়। তেল চুলের পুষ্টির যোগান দেয়। তেল দেওয়ার সময় চুলের রক্ত সঞ্চালন হয়। যা আমাদের মাথার ত্বকের জন্য খুব জরুরী। তেল দেওয়ার সময় চুলে রক্ত সঞ্চালন হয়, সেই কারণে আমাদের চুল দ্রুত বড় করতে সাহায্য করে। এছাড়াও এক রাতের বেশি চুলে তেল রাখার দরকার নেই। সময় কম থাকলে ১-২ ঘন্টা রাখুন। এরপর নিজের পছন্দ অনুযায়ী ভালোমতো চুলে শ্যাম্পু করে ফেলুন। চুলের তেল দেওয়ার সময় কিংবা শ্যাম্পু করার সময় নখ যাতে চুলে না লাগে সেই দিকে লক্ষ্য রাখবেন। এতে করে আমাদের চুলের গোড়া বেশ নরম ও দুর্বল হয়ে যায়।

ঘরোয়া উপায়ে হেয়ার প্যাক
ঘরে থাকা উপকরণ দিয়ে একটি ঘরোয়া হেয়ার প্যাক তৈরি করুন এবং চেষ্টা করুন অন্তত সপ্তাহে একদিন সেই হেয়ার প্যাকটি লাগাতে। একটি ডিম,একটি কলা, চার থেকে পাঁচ টুকরা পেঁপে,টক দই চারটি উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ড করে নিন। তারপর মিশ্রণটির সাথে এক চা চামচ মেথি ও এক চা চামচ আমলকি গুড়া মিশিয়ে চুলে লাগান ৩০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পু পর কন্ডিশনার দিতে কখনোই ভুলবেন না।

অনন্যা/ডিডি

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ