আনোয়ার হোসেনের নায়িকারা
নবাব সিরাজউদ্দৌল্লা খ্যাত নায়ক আনোয়ার হোসেনের আজ জন্মদিন। তিনি মুকুটহীন নবাব নামেও পরিচিত। ৫২ বছরের অভিনয় জীবনে কিংবদন্তি অভিনেতা কাজ করেছেন পাঁচ শতাধিক চলচ্চিত্রে। শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাংলাদেশ সরকার কর্তৃক চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান তিনি।
অভিনয় জীবনে সুমিতা দেবী, ববিতা, রোজী সামাদের সঙ্গে করেছেন অসংখ্য সিনেমা। ২০১০ সালে আনোয়ার হোসেনকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
সুমিতা দেবী
ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ডের উদ্বোধন হয়েছিল আনোয়ার হোসেন ও সুমিতা দেবীর অভিনীত চলচ্চিত্র দুই দিগন্ত প্রদর্শনীর মাধ্যমে। এছাড়া কাঁচের দেয়াল সিনেমাতেও আনোয়ার হোসেন ও সুমিতা দেবী অভিনয় করেন।
রোজী সামাদ
গোলাপী এখন ট্রেনে, লাঠিয়াল চলচ্চিত্রে আনোয়ার হোসেনের বিপরীতে অভিনয় করেন রোজী সামাদ। এছাড়া জীবন থেকে নেয়া চলচ্চিত্রে ভাই-বোনের চরিত্রেও অভিনয় করেন তারা।
ববিতা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র অরুণোদয়ের অগ্নিসাক্ষী সিনেমায় ববিতা, উজ্জ্বল ও আনোয়ার হোসেন অভিনয় করেন। এছাড়া ধীরে বহে মেঘনা চলচ্চিত্রেও অভিনয় করেন আনোয়ার ববিতা।
আনোয়ার হোসেন কর্মজীবন শুরু করেন ১৯৫৮ সালে। মূল চরিত্রে অভিনয়ের পাশাপাশি পার্শ্ব চরিত্রে অভিনয়েও বেশ খ্যাতি অর্জন করেছিলেন আনোয়ার হোসেন। মুকুটহীন নবাব হয়ে তিনি সারাজীবন মানুষের মনে জায়গা করে রেখেছেন।