Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা আজিম পেলেন পুলিৎজার

বর্তমানে নারীরা কর্মদক্ষতাতে পিছিয়ে নেই। সব পেশায় নারীরা নিজ কর্ম দক্ষতাতে এগিয়ে যাচ্ছে। সাংবাদিকতা পেশাতেও নারীদের অবস্থান নারীরা নিজেই করে নিয়েছে, এখনো নিচ্ছে। সাংবাদিকতা ও প্রকাশনার সবচেয়ে সম্মানসূচক পুরস্কার হলো পুলিৎজার। এবারের পুলিৎজার পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফাহমিদা আজিম। বাংলাদেশি বংশোদ্ভূত তিনিই প্রথম আমেরিকান যিনি এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

২০২১ সালের ২৮ ডিসেম্বর ইনসাইডার ওয়েবসাইটে প্রকাশিত ‘হাউ আই এস্কেপড অ্যা চাইনিজ ইন্টার্নমেন্ট ক্যাম্প’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদনের জন্য পুলিৎজার বিজয়ী দলের সদস্য হিসেবে ঘোষণা করা হয় ফাহমিদার নাম।

এ বছর ফাহমিদা ছাড়াও পুলিৎজার বিজয়ীরা হলেন, ইনসাইডারের অ্যান্থনি ডেল কোল, জোশ অ্যাডামস এবং ওয়াল্ট হিকি। ‘সামিরা সুফি’ বইয়ে ইলাষ্ট্রেশনের জন্য চলতি বছরের শুরুতে ‘গোল্ডেন কাইট’ পুরস্কার জিতেন ফাহমিদা।

ফাহমিদা দ্য নিউ ইয়র্ক টাইমস, এনপিআর, গ্ল্যামার, সায়েন্টিফিক আমেরিকান, দ্যা ইন্টারসেপ্ট ও ভাইসসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এ চিত্রশিল্পী ও গল্পকার ওয়াশিংটনের সিয়াটলে বসবাস করেন।

এর আগে ২০১৮ সালে বাংলাদেশি আলোকচিত্রী পনির হোসেন রয়টার্সের পাঁচ ফটো-সাংবাদিকদের সঙ্গে পুলিৎজার জিতেন।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ