Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তুমি মেয়ে, সন্ধ্যার আগেই ঘরে ফিরবে!

নারীরা জীবনের বেশির ভাগ সময়জুড়েই 'স্বাধীনতা' শব্দটির ব্যবহার খুব একটা করতে পারেননি৷ স্বাধীনভাবে পোশাক নির্বাচন, স্বাধীনভাবে চলাফেরা সব কিছুতেই বাঁধাগ্রস্ত হয় নারীরা। নিরাপত্তার দোহাই দিয়ে টেনে ধরা হয় তাদের লাগাম। আর এক্ষেত্রে সব চেয়ে বেশি বাধার সম্মুখীন হতে হয়, দিনের আলো কমে আসলে ঘরের বাইরে থাকা নিয়ে। 

দিনের আলো ফুরিয়ে এলে নারীদের জন্য  ঘর থেকে ১০ পা সামনে এগোনোকেই যেন অন্যায় ধরা হয়। অন্ধকারই যেন নারীদের অদৃশ্য এক শত্রু। প্রকৃতির নিয়মে ঘড়ির কাঁটায় রাত ১০টা পুরুষদের সবেমাত্র সন্ধ্যা হলেও নারীর জন্য গভীর রাত। 

 

বর্তমানে আমাদের দেশের শহরের চিত্রগুলোতে কিছুটা ভিন্নতা এলেও গ্রামাঞ্চলের চিত্র বেশ অনেকটাই করুণ। সন্ধ্যা নামার আগেই ঘরে ফেরা নারীদের জন্য একধরনের বাধ্যতামূলক কাজ৷ রাতের অন্ধকারে নারীদের বিরুদ্ধে হওয়া সব অন্যায়ের জন্য দায়ী করা হয় নারীকেই। তার দিকে ছুড়ে দেয়া হয় একটি প্রশ্ন, 'রাতে ঘরের বাইরে মেয়েদের  কি?'

শহুরে এলাকাগুলোতে আজকাল নারীরা অনেকটা স্বাধীনভাবে রাতে চলাফেরা করলেও তাদের নিরাপত্তায় রয়েছে বিশাল ঘাটতি। প্রায় প্রতি রাতেই ইভ টিজিং, হয়রানি, ধর্ষণের মতো ঘটনার শিকার হতে হচ্ছে নারীদের। রাতের আঁধারে একজন নারীর উপস্থিতি টের পেলে যেন হায়েনার মতো হিংস্র হয়ে ওঠে বিকৃত মস্তিষ্কের একদল মানুষ। এসব চিত্র আমাদের প্রতিটি অলিগলিতে।

 

রোজ গণমাধ্যমে যেসব ধর্ষণ, খুন, হয়রানির ঘটনা উঠে আসে, এর বেশির ভাগই ঘটছে রাতের। এক্ষেত্রে প্রশাসনও যেন বেশ ব্যর্থতার প্রমাণ দিচ্ছে, নারীর নিরাপত্তা রক্ষায়৷ 

 

২০২১ সালের মে মাসের শেষের দিকে সাভারের আশুলিয়া সিঅ্যান্ডবি বাইপাস সড়কে একটি বাসে গণধর্ষণের শিকার হয় এক তরুণী। তিনি ঘটনার দিন সন্ধ্যার হওয়ার কিছুটা পরে 'নিউ গ্রাম বাংলা পরিবহন' নামের একটি বাসে ওঠেন টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে। পথে আশুলিয়া গরুর হাট এলাকার আগেই ওই বাসের অন্য যাত্রীদের নামিয়ে বাস আবার নবীনগরের দিকে নিয়ে যায় চালক। এরপর চলন্ত অবস্থায় বাসের দরজা-জানালা বন্ধ করে তাকে ধর্ষণ করে চালক-হেলপারসহ অন্যরা। রাতের অন্ধকারে ঘটা এ ঘটনায় দেশ জুড়ে বেশ আলোচনারও সৃষ্টি হয়। তবে বরাবরের মতো থেমেও যায় সে আলোচনা।  

শুধু এই একটি ঘটনা নয়, এমন ঘটনা আমাদের চারপাশে অনেক রয়েছে। আমাদের চারপাশের বহু নারীই এসব ঘটনার শিকার হন। অন্য দিকে, বিচারের নামে চলে প্রহসন। আর এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নারীদের জীবনে দিনের পর দিন স্বাধীনতা নামক শব্দটি ধোঁয়াশাই রয়ে যায়। সমাজ নারীদের ওপরই সব দায় চাপিয়ে বলে, 'তুমি মেয়ে, তুমি সন্ধ্যার আগেই ঘরে ফিরবে।'

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ