শীতের সাজ হোক ক্যাজুয়াল পোশাকে
চলছে শীতের মৌসুম, এসময় শীতের পোশাকের সাথে সাজ নিয়ে অনেকেই চিন্তায় থাকে। শীতের পোশাকের সাথে মিলিয়ে সাজ করে উঠতে অনেকেরই সমস্যা হয়। তবে এবার সাজ নিয়ে আর চিন্তা নেই। এই শীতে ক্যাজুয়াল পোশাকেই সাজ করতে পারবেন। তাহলে কিভাবে এই শীতে আপনি নিজের ক্যাজুয়াল ড্রেস আপ কি করবেন তা জেনে নেওয়া যাক।
শীতে মোজা সকলে ব্যবহার করে থাকি। শীতের সাজের প্রথম পরিবর্তন হতে পারে মোজায় বদল আনা। মাঝারি সাইজের মোজা এবং একটু ভিন্ন ডিজাইনের মোজা ব্যবহার করুন।
শীতে উষ্ণতার পাশাপাশি ফ্যাশনের জন্য হুডির বদলে কার্ডিগান কিংবা ডেনিমের শার্ট ব্যবহার করে দেখতে পারেন।
শীতে ব্লু জিনস পরাটাই সবচেয়ে ভালো উপায় ক্যাজুয়াল ড্রেস আপের ক্ষেত্রে। ডার্ক ডেনিমের চেয়ে ব্লু জিনস মানানসই।
নিজের বেল্টে কিছুটা পরিবর্তন আনুন। এক্ষেত্রে কাপড়ের বেল্ট বদলে চামড়ার ভালো বেল্ট নেয়াই ভালো।
শীতে ভারি কাঁধওয়ালা ব্লেজার ব্যবহার না করাই ভালো। বরং হালকা গড়নের ব্লেজার ব্যবহার করুন।