Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এ আর স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ আর স্কুল এন্ড কলেজ, করিম নগর, আশুলিয়া ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২১
যথাযোগ্য মর্যাদা পালন ও দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে । মহান বিজয় দিবস উপলক্ষে এ আর স্কুল এন্ড কলেজ জাতীয় পতাকা উত্তোলনসহ স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দিবসের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে  চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রতিষ্ঠানের মাঠে ছাএ- ছাএীদের জন্য দিনব্যাপি খেলাধুলা,ক্রিকেট খেলা ছাড়াও  আলোচনাসভা,পুরস্কার বিতরণ ও ছাত্র- ছাত্রী পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানমালায় প্রধান অতিথি জনাব হাবিবুল্লাহ বাহার গোলন্দাজ পরিচালক(অবঃ) যুব উন্নয়ন অধিদপ্তর,যুব ও
ক্রীড়া মন্ত্রণালয়।বিশেষ অতিথি জনাব নাঈমুল রাজ্জাক শোভন (নির্বাহী পরিচালক,এ আর স্কুল এন্ড কলেজ) ও আবু আমজাদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুর রাজ্জাক(প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,এ আর স্কুল এন্ড কলেজ)।  প্রধান অতিথি বক্তৃতায় বলেন,
শিক্ষাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ।সবারই সুশিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন।তিনি ছাত্র-ছাত্রীদের ন্যায়বোধ,দায়িত্ব ও কর্তব্যবোধ গুণাবলী অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও এ আর স্কুল এন্ড কলেজ কোভিড-১৯ নামক মহামারীর কারণে বিনা ভর্তি ফিতে এবং
স্বল্প বেতনে পাঠদানের সুযোগ দেয়ায় তিনি প্রতিষ্ঠানের প্রশংসা করেন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ